
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মত বিনিময়
ভোলায় সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মত বিনিময়
লালমোহন বিডিনিউজ,ভোলা প্রতিনিধি : আগামী ৩ ডিসেম্বর ভোলায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মোঃ শহিদুল হকের আগমন উপলক্ষে প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মঙ্গলবার বিকেল ৩টায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ভোলার পুলিশ সুপার মোক্তার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুদ্দিন শাহীন, সদর সার্কেল অফিসার মোঃ মামুনুর রশিদ, লালমোহন সার্কেল অফিসার মোঃ রফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, বিটিভি ভোলা প্রতিনিধি এম এ তাহের, ইত্তেফাক আফসার উদ্দিন বাবুল, নয়াদিগন্ত প্রতিনিধি শাহাদাত হোসেন শাহীন, সমকণ্ঠ সম্পাদক আল-আমিন শাহরিয়ার, ভোলার বাণী’র যুগ্ম সম্পাদক মোকাম্মেল হক মিলন, নির্বাহী সম্পাদক আব্দুস সহিদ তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক আমিনুল ইসলাম মঞ্জু খান প্রমূখ। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও তিনি জানান।