
রবিবার, ২৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » “চরফ্যাশনে অবৈধ ডেন্টাল কেয়ার” শীর্ষক সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা
“চরফ্যাশনে অবৈধ ডেন্টাল কেয়ার” শীর্ষক সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা
লালমোহন বিডিনিউজ :চরফ্যাশনে ব্যাঙ্গের ছাতার মত গড়ে উঠেছে অবৈধ ডেন্টাল কেয়ার” শীর্ষক সংবাদ প্রকাশ করায় সাংবাদিক কামরুজ্জামান শাহীন (৩৫) এর উপর হামলা করা হয়েছে বলে জানা গেছে।
সাংবাদিক কামরুজ্জামান শাহীন বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশালের আজকাল ও লালমোহন বিডি নিউজ এর চরফ্যাশন প্রতিনিধি । গত ২৩ নভেম্বর তিনি অবৈধ ডেন্টাল কেয়ারের এ সংবাদটি প্রকাশ করেন । এরই জেড় ধরে ২৬ নভেম্বর শনিাবর বেলা পৌনে ১২টার সময় চরফ্যাশন হাসপাতাল রোড এলাকার মদীনা ডেন্টাল কেয়ারের মালিক শাহজাহান সিরাজ ও তার ভাই বাচ্চু কর্তৃক হামলার শিকার হন তিনি ।
এ ব্যাপারে হামলার শিকার সাংবাদিক কামরুজ্জামান শাহীন বলেন, মদীনা ডেন্টাল কেয়ারের মালিক ও তার ভাই আমার উপর অতর্কিত হামলা চালায় । এ সময় আমি দৌড়ে নিরাপদে পৌছতে গেলে তারা আমাকে পেছন থেকে কাঠ/রড দিয়ে আঘাত করলে আমি ঘটনাস্থলেই লুটিয়ে পরি । পরবর্তীতে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতল ভর্তি করেন ।
বর্তমানে তিনি চরফ্যাশন সদর হাসপাতালে ১৫ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। সংবাদ শুনে লালমেহান বিডি নিউজ সম্পাদক মোঃ মিজানুর রহমান তাকে দেখতে চরফ্যাশন হাসপাতালে যান ।