বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ‘‘কম্পিউটার এর সহজ পাঠ’’ বই এর মোড়ক উন্মোচন।
বোরহানউদ্দিনে ‘‘কম্পিউটার এর সহজ পাঠ’’ বই এর মোড়ক উন্মোচন।
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি : বোরহানউদ্দিনে দৈনিক বাংলাদেশ বানী পত্রিকার বোরহানউদ্দিন প্রতিনিধি এম, এ, হান্নানের প্রকাশিত কম্পিউটারের সহজ পাঠ বইয়ের মোড়র উন্মোচন। ২৩-১১-২০১৬ ইং রোজ বুধবার সন্ধ্যায় বোরহানউদ্দিন UITRCE তে লেখক এম,এ,হান্নান কম্পিউটারের সহজ পাঠ বইটি ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এর হাতে বইটি তুলে দিয়ে এর শুভ মোড়ক উন্মোচন করা হয়। বইটিতে অত্যন্ত সহজ ও সাবলিল ভাষায় কিভাবে কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ও পাওয়ার পয়েন্টের কাজ করা যায় তা ধারাবহিক ভাবে তুলে ধরা হয়েছে। বইটি পাঠকের কম্পিউটার শেখার ক্ষেত্রে ভাল ভূমিকা রাখবে বলে মনে করেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ কুদদ্স, বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার বিশ্বাস, সহ গন্যমান্য ব্যাক্তিবগ্য উপস্থিত ছিলেন।