বুধবার, ২৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » শিশু সুরক্ষা করণের উপর ১দিনের কর্মশালা চরফ্যাসনে কোষ্ট ট্রাষ্টে’র উদ্যোগে জম্মনিবন্ধন নিশ্চিতকরণ সভা অনুষ্ঠিত
শিশু সুরক্ষা করণের উপর ১দিনের কর্মশালা চরফ্যাসনে কোষ্ট ট্রাষ্টে’র উদ্যোগে জম্মনিবন্ধন নিশ্চিতকরণ সভা অনুষ্ঠিত
লালমোহন বিডিনিউজ,চরফ্যাসন প্রতিনিধি :চরফ্যাসনে শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী ও অনলাইনের মাধ্যমে জম্মনিবন্ধন নিশ্চিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৩নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোষ্ট ট্রাষ্টের আয়োজনে উইনিসেফে’র সহযোগিতায় সংস্থাটির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিক হয়।
এ সময বর্র্ক্তৃত করেন চরফ্যাসন উপজেলার নিবার্হী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন, ইউনিসেফের চাইল্ড প্রোটেকশন অফিসার মমিনুন্নেচ্ছা শিখা, কোস্ট ট্রাষ্টে ইসিএম প্রকল্পের ভোলার অঞ্চলের সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান,চরমানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শফিউল্লাহ মিয়া, রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান জহির উদ্দিন পন্ডিত,হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম হাওলাদার, জাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ ইউনুছ নসু মিয়া ও আমিনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান মিঠু।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, চরফ্যাসন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, কোষ্ট ট্রাষ্ট সিএলএস প্রকল্পের টিম লিডার জহিরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য কর্মী,ডিজিটাল তথ্যসেবার উদ্যোক্তাগন প্রমূখ।
ছবিঃক্যাপসন-চরফ্যাসনে কোষ্ট ট্রাষ্টে’র উদ্যোগে শিশু সুরক্ষা ও জম্মনিবন্ধন নিশ্চিতকরণ সভায় বক্তৃতা করছেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন।