মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » পরিতাক্ত ভবনে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের চরফ্যাশনে উপজেলার একমাত্র হাসপাতালটির বেহাল দশা
পরিতাক্ত ভবনে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের চরফ্যাশনে উপজেলার একমাত্র হাসপাতালটির বেহাল দশা
লালমোহন বিডিনিউজ,কামরুজ্জমান শাহীন চরফ্যাসন :চরফ্যাশনে প্রায় ৫ লাখ মানুষের একমাত্র অবলম্বন উপজেলা হাসপাতালটির বেহাল দশা। পরিত্যক্ত ভবনের বারান্দা, স্টোর রুম ও সিঁড়ির নিচে জীবনের ঝুঁকি নিয়ে চলছে রোগীদের চিকিৎসা সেবা। ঝুঁকিপূর্ণ এ ভবনে আতঙ্কে থাকেন রোগী-চিকিৎসকসহ সংশি¬ষ্টরা। এ অবস্থায় দ্রুত এ ভবনটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অবশ্য, নতুন ভবন নির্মাণে প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবাল্পনা কর্মকর্তা।
গত মে মাসে চরফ্যাশন উপজেলার একমাত্র হাসপাতালে শিশু ওয়ার্ডের ছাদ ধসে চারজন রোগী আহত হয়। এরপর শিশু কর্নার নারী এ ডায়রিয়া ওয়ার্ডের রোগীদের হাসপাতালের বারান্দা স্টোর রুম ও সিঁড়ির নিচে গাদাগাদি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এসব জায়গায় বৈদ্যুতিক পাখা ও লাইট না থাকাই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের।
১৯৬২ সালে নির্মিত চরফ্যাশন উপজেলা হাসপাতাল ভবনটি গত বছর পরিত্যাক্ত ঘোষনা করা হয়। সাত লাখ মানুষের চিকিৎসার জন্য বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসা কার্যক্রম। তাই দ্রুত প্রয়োজনী ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন রোগীদের পাশাপাশি হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরাও।
তবে ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙ্গে নতুন ভবন নির্মাণের জন্য ১১ কোটি ৭৫ লাখ টাকার একটি প্রকল্প স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পারবার পরিকল্পনা কর্মকর্তা।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ড. সিরাজ উদ্দিন বলেন, ‘হাসপাতালটি ভেঙ্গে পুননিরমাণের জন্য চিটির মাধ্যমে মন্ত্রণালয় জমা দেয় হয়েছে।’
চরফ্যাশন হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ৪ থেকে ৫’শ এবং ইনডোরে ৫০ থেকে ৭০ জন রোগী চিকিৎসা নেন।