রবিবার, ১০ মে ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির অভিষেক ও শপথ গ্রহন অনুষ্ঠিত
ভোলা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির অভিষেক ও শপথ গ্রহন অনুষ্ঠিত
ভোলা সংবাদদাতা :ভোলা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সম্মেলনের অভিষেক ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এতে রেকর্ড ৫ বারের মত নির্বাচিত সফিকুল ইসলাম মিয়া ছাড়াও নির্বাচিত অন্য কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আকতার হোসেন মিয়া।
গতকাল রোববার বেলা ১২টায় বাস মালিক সমিতির হলরুমে ২০১৫-১৬ সনের নব নির্বাচিত কমিটির অনুষ্ঠিত অভিষেক ও শপথ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন সভাপতি আলহাজ্ব আকতার হোসেন মিয়া, সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, আলহাজ্ব আবুল কালাম মিয়াসহ ভোলার বাস মালিক সমিতির সকল মালিক ও কর্মকর্তাবৃন্দ। অভিষেক ও শপথ অনুষ্ঠানে শিক্ষানুরাগী নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম মিয়া তার আগামী এক বছরের সাংগঠনিক কর্ম পরিকল্পনা ঘোষনা করেন। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, ভোলার বাস মালিক সমিতি হবে শিক্ষা ও জনবান্ধব একটি সমিতি।এই সমিতির অধীনে পরিচালিত প্রতিটি বাসে অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের ভোলার ৬টি উপজেলার প্রতিটি রুটে বিনামূল্যে পরিবহন ও প্রকৃত ছাত্র-ছাত্রীদের অর্ধেক ভাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের ব্যবস্থা করা হবে। মালিক সমিতির এ নেতা আরো জানান, সাধারন যাত্রীরা যাতে করে নিরবিচ্ছিন্নভাবে ভোলার প্রতিটি রুটে চলাচল করতে পারে সে জন্য প্রশাসনিক ব্যবস্থাসহ সকল প্রকার সুযোগ সুবিদা বৃদ্ধি করা হবে। এসময় তিনি সড়ক দুর্ঘটনা রোধে প্রতিটি রুটে নছীমন, করিমন, আলফা মাহিন্দ্রাসহ সকল প্রকার অবৈধ যান চলাচল বন্ধের জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের প্রতি জোর দাবি জানান
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শপথ গ্রহন করেন, নব নির্বাচিত কমিটির যুগ্ম সম্পাদক আলহাজ্ব সুফি রফিকুর রহমান, মোঃ মনির উদ্দিন চাষী, দপ্তর সম্পাদক আকতার হোসেন মঞ্জু, অর্থ সম্পাদক ওয়াহিউদ্দিন বাবুলসহ নির্বাহী সদস্য রাসেল তালুকদার, আলহাজ্ব ছালাম পাটওয়ারী, মোঃ আলমগীর মিয়া, আলহাজ্ব আবুল কালম মিয়া, স্বপন চন্দ্র কর্মকার, জুলহাস উদ্দিন হাওলাদার, বাবু কিশোর কুমার দত্ত, মোঃ মহিউদ্দিন সফু মিয়া, মোঃ নজুল ইসলাম জামাল, মোঃ মামুন সওদাগর, বাবু জহর লাল শাহা, মীর জোবায়েদ আলম প্রমুখ।