শুক্রবার, ১৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে দুই গৃহবধু হত্যা মামলায় স্বামীসহ ৩ আসামী চট্রগাম থেকে গ্রেফতার,আদালতে স্বীকার
চরফ্যাসনে দুই গৃহবধু হত্যা মামলায় স্বামীসহ ৩ আসামী চট্রগাম থেকে গ্রেফতার,আদালতে স্বীকার
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাসন প্রতিনিধি :ভোলার চরফ্যাসন উপজেলার নুরাবাদ ইউনিয়নের দুই গৃহবধূ হত্যা মামলায় স্বামীসহ তিন আসামী কে চট্রগাম থেকে গ্রেফতার করেছে চরফ্যাসন থানা পুলিশে দুটি টিম। আসামীরা হলেন, নুরাবাদ ইউনিয়নের আঃ হাইর ছেলে আল আমিন, হাসান গঞ্জের আজিজুল হকের ছেলে মামুন ও ফরিদ গঞ্জের আমির হোসেন মাঝীর ছেলে আওলাদ।
চরফ্যাসন থানার উপ-পরিদর্শক(এসআই)মোস্তাফিজুর রহমান ও উপ-পরিদর্শক(এসআই) জাফরের নের্তৃত্বে পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
এসআই মোস্তাফিজুর রহমান জানান, গত বুধবার(১৬নভেম্বর) বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্রগাম জেলার পটিয়া থানার শান্তির হাট বাসস্টান থেকে স্ত্রী কুলছুম হত্যা মামলায় স্বামী আল আমিন ও মামুনকে আটক করা হয়। গত ১০ জুন চরফ্যাসন থানার এসআই তারিকুল ইসলাম বাদী হয়ে এ হত্যা মামলাটি দায়ের করেন। মামলা নং ০৯।
অপরদিকে এসআই জাফর জানান, বৃহম্পতিবার(১৭নভেম্বর) সন্ধার দিক গোপন সংবাদের ভিত্তিতে চট্রগাম জেলার বাকলীয়া থানার শাহ আমানত সেতুর নতুন ব্রীজের নীচ থেকে স্ত্রী রাজিয়া বেগম হত্যা মামলায় স্বামী আওলাদকে আটক করা হয়। গত ২৯ জুলাই চরফ্যাসন থানায় রাজিয়ার মা হাওয়ানুর বেগম বাদী এ হত্যা মামলাটি দায়ের করেন।মামলা নং ২৮।
তাদেরকে শুক্রবার(১৮নভেম্বর)সকাল সাড়ে ১০টায় চরফ্যাসন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। আসামী আল আমিন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।
চরফ্যাসন থানান অফিসার ইনচার্জ(ওসি)মু.এনামুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।