বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে মেম্বার কর্তৃক চাঁদার দাবিতে বাজার ব্যাবসায়ির উপর হামলার অভিযোগ
বোরহানউদ্দিনে মেম্বার কর্তৃক চাঁদার দাবিতে বাজার ব্যাবসায়ির উপর হামলার অভিযোগ
লালমোহন বিডিনিউজ , এইচ,এম,এরশাদ বোরহানউদ্দিন : বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে চাদার দাবিতে মেম্বার কর্তৃক ব্যাবসায়ির উপর হামলার অভিযোগ পওয়া গেছে। ১৫/১১/২০১৬ ইং রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় স্থানীয় মেম্বার জাকির হোসেন দলবল নিয়ে চাঁদার দাবিতে নতুন বাজারের তামিম টেলিকম ও মুদির দোকানের ব্যাবসায়ি মোঃ মনিরুজ জামান এর উপর হামলা চালায়। পাশে থাকা তার নিজ বাড়িতে দৌরে অবস্থান নিলে মেম্বার গ্রুপ পুন:রায় বাড়িতে ঢুকে এলো পাতারি হামলা চালায়। এ সময় তার স্ত্রী, ছেলে মিরাজ, মিজানুর রহমান ও পুত্র বধু সহ ৬ জন আহত হয়। ব্যাবসায়ি মনিরুজ জামান জানান, জাকির মেম্বার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের দোকানে ও বাড়িতে এসে হামলা চালিয়ে পুত্র বধুর কানের সর্নের ৮ আনা ঝুমকা গলার ১২ আনা চেইন ও ঘড়ে থাকা নগদ তিন লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে জানান তিনি। আহত মিরাজ জানান, আমাদের দোকান থেকে আমার ছোট ভাই মিজানুর রহমানকে Ñ ১৪/১১/২০১৬ ইং রোজ মঙ্গলবার সকাল ৯ ঘটিকার সময় চাঁদার জন্য জাকির মেম্বার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে তুলে নিয়ে গাছের সাথে বেধে শারিরীক নির্যাতন চালায়, পরে চাঁদা দেওয়ার কথা সিকার করলে বিকাল ৩ ঘটিকার সময় ছেরেদেয়, বুধবার দোকানে চাঁদা নিতে আসলে চাঁদা না দেওয়ায় এলো পাথারী হামলা চালিয়ে দোকানে টালা লাগিয়ে দেয়। এ দিকে স্কুল শিক্ষক মোহাম্মদ হোসেন জানান, বাজারে ক্রামবোর্ড খেলা চলার কারনে স্কুলের ছাত্র দের লেখা পড়ার বিঘœ ঘটায় স্থানিয় জাকির মেম্বারের কাছে বিচার দিয়েছি।এ ব্যাপারে মেম্বার জাকির হোসেন জানান, দোকানের সামনে ক্রামবোর্ড বশিয়ে জুয়া খেলা দেওয়ায় ক্রামবোড ভেঙ্গে দোকানে টালা লাগিয়ে দিয়েছি। এ ঘটনায় মনিরুজ জামান বাদি হয়ে বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেন।