বুধবার, ১৬ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে জমি-জমা নিয়ে বিরোধ দু’গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী পুরুষসহ আহত ২০
চরফ্যাশনে জমি-জমা নিয়ে বিরোধ দু’গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী পুরুষসহ আহত ২০
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাসন প্রতিনিধি :চরফ্যাশনের জমি সংক্রান্ত বিরোধে জের ধরে হেলিপ্যাড এলাকায় দু’গ্রুপে রক্তক্ষয়ি সংঘর্ষে ২০জন আহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফারুক গ্রুপ ও রশিদ গ্রুপের মধ্যে পুলিশের উপস্থিতিতে দফায় দফায় সংঘর্ষে ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুর রশিদ ও ফারুকের মধ্যে জমি নিয়ে প্রায় তিন বছর যাবৎ আদালতে মামলা চলমান আছে।
শামসুদ্দিন বাদী হয়ে আব্দুর রশিদ সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করলে বুধবার সাড়ে ১১ টায় বাদী সহ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে আব্দুর রশিদের নেতৃত্বে বিবাদীরা পুলিশের সামনে দা-ছেনি ও লাঠী-সোটা নিয়ে বাদী ও তার আত্মীয়স্বজনের উপর হামলা চালায়। এই ঘটনায় পুলিশ উল্টো ঘটনাস্থল থেকে অভিযোগকারী বাদী ও তার বড় ভাই ফারুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পুলিশ এলাকা ত্যাগ করার পর বাদীর নিকট আত্মীয়দের উপর আরেক দফা হামলা চালায় বিবাদীরা। এতে বাড়ীর গৃহবধু জোসনা, হাজেরা, সাহিনুর বেগমসহ ১০/১২ জনকে এলোপাথারী কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত আনোয় রের অবস্থা অশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার বরিশালে প্রেরন করা হয়েছে।
আঃ রশিদ জানান, আমার জমিতে জোরপুর্বক ঘর উত্তোলন করতে বাধা দিলে ফারুক তার লোকজনের উপর হামলা চালায়। এতে ৭/৮ জন আহত হয়।এর পর আমার লোকজন তাদের উপর হামলা চালায়। এদিকে ফারুক অভিযোগ করেন, আমার দখলীয় মালিকানাধীন জমিতে ঘর উত্তোলন করতে গেলে রশিদ সন্ত্রাসী ভাড়া করে বাড়ীর মহিলা সহ আমাদের ১০/১২ জনের উপর হামলা চালায়।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি)মু. এনামুল হক জনান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে এবং ঘটনাস্থল থেকে মাইন উদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিব।