মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে আওয়ামীলীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে আওয়ামীলীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত
লালমোহন বিডিনিউজ ,বোরহানউদ্দিন প্রতিনিধি : বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত। সোমবার রাত্র ৮ টার সময় বড়মানিকা ইউনিয়ন পরিষদের মাঠে প্রধান অতিথি ভোলা- ২ আসনের এমপি আলহাজ¦ আলী আজম মুকুল , বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বড়মানিকা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দার, এর উপস্থিতিতে ,বড়মানিকা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ শাহাজল হক মাস্টার এর সভাপতিত্বে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মী সভায় বড়মানিকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার নওশাদ পাটারি ও দাইমুদ্দিন ,৮নং ওয়ার্ডে আনিছল হক , ৯ নং ওয়ার্ডের সিরাজ মাস্টার , ২নং ওয়ার্ডের লিয়াকত আলী মুন্সী , ৬ নং ওয়ার্ডের নুরইসলাম, ৪ নং ওয়ার্ডের সাহে আলম ,৫ নং ওয়ার্ডের জাকির হোসেন,৩ নং ওয়ার্ডের ছালাউদ্দিন হাওলাদার ও ১ নং ওয়ার্ডের মিলন মাতাব্বর ,মিছিল নিয়ে প্রবেশ করেন।