শনিবার, ১২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ॥
তজুমদ্দিনে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ॥
লালমোহন বিডিনিউজ,সাদির হোসেন রাহিম, তজুমদ্দিন: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী (শাওন) এর পৃষ্ঠপোষকতায় এই সর্বপ্রথম স্বাধীনতার পরবর্তী সময়ে ঝাকজমকপূর্ন আনন্দময় পরিবেশের মধ্যদিয়ে শুক্রবার বিকেলে তজুমদ্দিন আওয়ামীলীগ কার্যালয়ে কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। তজুমদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল্যাহ কিরনের সভাপতিত্বে ও যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের উদ্যেগে জাতীয় পতাকা ও যুবলীগের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রায় ৮শত নেতাকর্মী নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা রোড, হাসপাতাল রোড সহ উপজেলা সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কাটা, ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব ফজলুল হক দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মহিউদ্দিন পোদ্দার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব মোফাজ্জল হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাছনা বেগম সহ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় প্রধান বক্তা হিসেবে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, মাননীয় এমপির নেতৃত্বে তজুমদ্দিন উপজেলা যুবলীগ আজ সু-সংগঠিত। আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের তজুমদ্দিন উপজেলা যুবলীগ শক্ত হাতে প্রতিহত করবে। শান্তি শৃঙ্খলা ও নেতৃত্বে তজুমদ্দিন উপজেলা যুবলীগ হবে সারা-বাংলা যুবলীগের রোলমডেল।