মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে জেলেদের মাঝে বি,জি, এফ চাল বিতরন ।
বোরহানউদ্দিনে জেলেদের মাঝে বি,জি, এফ চাল বিতরন ।
লালমোহন বিডিনিউজ ,বোরহানউদ্দিন প্রতিনিধি : বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নে মা ইলিশ রক্ষায় বিশেষ বরাদ্দ কৃত বি,জি, এফ চাল জেলেদের মাঝে বিতরন। ৮/১১/২০১৬ ইং রোজ মঙ্গল বার সকাল থেকে বড়মানিকা ইউনিয়ন পরিষদে ২১০৩ জন জেলেধের মাঝে ২০ কেজি করে, ৪২ মেঃ টন ৬০ কেজি বি,জি, এফ চাল বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বড়মানিকা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দার, বোরহানউদ্দিন পল্লিউন্নয়ন সহকারি কর্মকর্তা ও টেক অফিসার মোঃ আমিনুল ইসলাম, বড়মানিকা ইউনিয়ন পরিষদ সচিব অমল চন্দ্র দে , বোরহানউদ্দিন সাহবাজপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি মো বাবুল কাজি সহ জাতীয় ও ক্ষুদ্র মৎস্য জেলে সমিতির বড়মানিকা ইউনিয়ন প্রতিনিধি ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।