সোমবার, ৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » রাজধানী | শিরোনাম | সর্বশেষ » গুলিস্তান দখলমুক্ত না করায় চার ওসির বিরুদ্ধে মামলা
গুলিস্তান দখলমুক্ত না করায় চার ওসির বিরুদ্ধে মামলা
লালমোহন বিডিনিউজ : হাইকোর্টের নির্দেশ অনুসারে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত এলাকার ফুটপাত এবং রাস্তা অবৈধ দখলমুক্ত না করায় ঢাকার চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি মামলা করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ মামলাটি করেন। ওই চার ওসি হলেন—বংশাল থানার নুর ই আলম সিদ্দিকী, সুত্রাপুর থানার আশরাফ উদ্দিন, কোতয়ালী থানার আবুল হাসান এবং শাহবাগ থানার আবু বকর সিদ্দিকী।
মামলায় বলা হয়, জনস্বার্থে এইচআরপিবির করা এক রিটের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট একটি রায় দিয়েছিলেন। ওই রায়ে জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত এলাকার ফুটপাত ও রাস্তার ওপর দোকান, ফেরিওয়ালা, ফলের দোকান; ফুটপাত বা রাস্তার ওপর বালু, রড বা যেকোনো মালামাল রাখা এবং ভ্যান ও ঠেলা গাড়ি পার্কিং ইত্যাদি দখলমুক্ত করতে বলা হয়। একইসঙ্গে ৩০ দিন পরপর একটি ট্রাফিক দলকে ওই রায় কতটা কার্যকর হচ্ছে, সেটির প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্যও বলা হয়েছিল। কিন্তু হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরও এখন পর্যন্ত ফুটপাত ও রাস্তা দখলমুক্ত হয়নি। এ বিষয়ে ঢাকার চার ওসিকে নোটিশ দেওয়া হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
এ কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন মনজিল মোরসেদ।