রবিবার, ৬ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » ঘূর্ণিঝড় নাডার আতঙ্কে চরফ্যাসনের উপকূলবাসী
ঘূর্ণিঝড় নাডার আতঙ্কে চরফ্যাসনের উপকূলবাসী
লালমোহন বিডিনিউজ,কামরুজ্জামান শাহীন,চরফ্যাসন :ঘূর্ণিঝড় নাডা’র প্রভাবে চরফ্যাসনে ৩দিন ধরে মুষলধারে বৃষ্টি ও বাতাস হচ্ছে। মেঘলা আবহাওয়ায় চারিদিকে শুনশান নিরবতা। বাজার কিংবা রাস্তা-ঘাট কোথাও নেই মানুষের আনা-গোনা। আবহাওয়ার এহেন অবস্থায় চরফ্যাসনের উপকূলের প্রায় ২ লক্ষাধিক মানুষের মাঝে আতংক বিরাজ করছে।
বঙ্গোপসাগরে বৃষ্ট ঘূর্ণিঝড় নাডা বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। আবহওয়া বিভাগের বুলেটিনে মংলা সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড় ‘নাডা’ মাত্র ৮৮৫ মাইল দূরে আবস্থান করছে। এদিকে এসব খবরে চরফ্যাসনসহ উপকূল এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্মচাপটি গভীর নিম্মচাপে পরিণত হওয়ায় দেশের বন্দরগুলোতে বিপদ সঙ্কেত ৩ নম্বর থেকে বাড়িয়ে ৪ নম্বর করেছে আবহাওয়া অধিদফতর। এতে করে নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন।উপজেলায় সকল নৌরুটে যাত্রী পারাপারের নৌযানগুলো ছেড়ে যায়নি। রাত যতই ঘনিয়ে আসছে উপকূল এলাকার মানুষের মাঝে আতংক ততই ঘনীভূত হচ্ছে। স্থানীয় কয়েকজনের সাথে আলাপ করলে তারা জানান, এখনো পর্যন্ত বাড়িতেই আছি। তবে অবস্থা বেশী খারাপ মনে হলে তারা আশ্রয় কেন্দ্রে যাবেন বলে জানান।
ভোলা আবহাওয়া অফিস সূত্র জানায়, ঘূর্ণিঝড় নাডার প্রভাবে ৩ দিন ধরে ভোলায় বৃষ্টি ও থেমে বাতাস হচ্ছে।
এব্যাপারে চরফ্যাসন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, প্রতিটি ইউনিয়নে ও বিচ্ছিন্ন চরগুলো থেকে জনসাধারনকে নিরাপদে নিয়ে আসার জন্য সংশি¬ষ্ট ইউনিয়নের চেয়ারম্যানদেরকে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। উপজেলায় একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে। এছাড়া জনসাধারনকে আশ্রয়কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।