শুক্রবার, ৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে জাতীয়পার্টির সম্পাদকসহ শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান
চরফ্যাসনে জাতীয়পার্টির সম্পাদকসহ শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান
লালমোহন বিডিনিউজ ,কামরুজ্জামান শাহীন,চরফ্যাসন: ভোলার চরফ্যাসন উপজেলা জাতীয়পার্টির সাধারন সম্পাদক হাফেজ মাকসুদুর রহমানসহ প্রায় শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেন। শুক্রবার(৪নভেম্বর)বিকাল ৫টায় ঢাকায় নিউডিওএসএইচ’র বাস ভবনে আলহাজ¦ নাজিম উদ্দিন আলমের হাতে ফুলের তোরা দিয়ে তারা যোগদান করেন।হাফেজ মাকসুদুর রহমান বলেন, বাংলাদেশের গনমানুষের দল বিএনপি,বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও চরফ্যাসন মনপুরার থেকে তিন বার সাবেক সংসদ সদস্য আলহাজ¦ নাজিম উদ্দিন আলম’র প্রতি আস্থা,বিশ^াস রেখে বিএনপিতে যোগদান করেছি। বিএনপি’র আদর্শকে ভালবেসে নাজিম উদ্দিন আলম’র নেতৃত্বে চরফ্যাসনের বিএনপির’র রাজনীতি করবো। এছারা আরো যোগদান করেন বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান মো,রুহুল কুদ্দুস বসির মিয়া, চরফ্যাসন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন চৌধুরী। এ সময় উপস্থিত চরফ্যাসন পৌর বিএনপির সাধারন সম্পাদক মো.খাইরুল ইসলাম সোহেল খান।