শুক্রবার, ৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পাওনা টাকা দেয়ার কথা বলে বাড়িতে ঢেকে মারধর ।
লালমোহনে পাওনা টাকা দেয়ার কথা বলে বাড়িতে ঢেকে মারধর ।
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি ।
লালমোহনে পাওনা টাকা দেয়ার কথা বলে বাড়িতে ঢেকে নিয়ে মোঃ নয়ন নামের একজন কে মারধর করার অভিযোগ পাওয়া গেছে ।
অভিযোগ সূত্রে জানা যায, লালমোহন পৌরসভা ৪নং ওয়ার্ড এলাকার মোঃ ছালাউদ্দিন কুট্রি হাওলাদারের ছেলে মোঃ নয়ন (২৫) এর কাছ থেকে প্রায় দুই বছর পূর্বে একই এলাকার হামিদ হাং বাড়ির মোঃ নাজিম মিয়া তার মেয়ের বিয়ের খরছে লাগবে বলে ৩০,০০০ টাকা হাওলাদ নেয় । নাজিম মিয়ার মেেেয়র বিবাহের ঝামেলা শেষ হওয়ার পর নয়ন তার পাওনা টাকা ফেরৎ দেয়ার কথা বলেন । কিন্তু অভিযুক্ত নাজিম মিয়া বিভিন্ন ছল চাতুরি করে টাকা দেবো দেবো বলে ঘুরাতে থাকে বলে জানান নয়ন হাওলাদার ।
নয়ন আরো বলেন, বহুবার টাকা দেয়ার তারিখ দিয়ে ও টাকা ফেরৎ না দেয়ায় আমার সাথে নজিম মিয়ার বাক বিতন্ডা হয় । এক পর্যায়ে শুক্রবার বিকেল অনুমান ৪ টার দিকে নাজিম মিয়ার বাড়ির দরজায় আমার সাথে তার দেখা হয় । তিনি আমাকে বলেন, নয়ন তোর টাকা নিয়ে যা । আমি তার সাথে তার বাড়িতে গেলে হঠাৎই তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন । কিছু বুঝে ওঠার আগেই নাজিম মিয়ার ছেলে মোঃ ইলিয়াছ’ মোঃ রায়হান ও তার মেয়ে আরজু বেগম এসে আমাকে এলোপাথারী মারধর শুরু করে ।
এসময় আমি বাঁচার জন্য দৌড়ে পালাতে ঐ বাড়ির সামনের রাস্তার উপর আসলে আমার বড় ভাই কবির হাওলাদারের সাথে দেখা হয় । তখন তিনি আমার অবস্থা দেখে সাথে সাথে আমাকে লালমোহন হাসপাতাল এনে ভর্তি করেন । বর্তমানে আহত মোঃ নয়ন লালমোহন সদর হাসপাতালে ১০ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন ।
এ ব্যাপারে নয়নের বড় ভাই কবির হাওলাদার বলেন, নাজিম মিয়ার মেয়ের বিয়ের সময় টাকার প্রয়োজন পড়ায় আমার এক চাচার কাছ থেকে এক লক্ষ টাকা এবং ছোট ভাইয়ের কাছ থেকে ত্রিশ হাজার টাকা হাওলাদ নেয় । পরবর্তীতে বিয়ের ঝামেলা শেষ করে টাকা না দেয়ার মতলবে আজকাল করে ঘুরাতে থাকেন । আর এখন টাকা দেয়ার কথা বলে আমার ছোট ভাইকে একা বাড়িতে ডেকে নিয়ে মারধর করে আহত করেন । আমি এসকল লোকদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি ।