বুধবার, ২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে ৬০হাজার জেলে ইলিশ ধরার অপেক্ষায়
চরফ্যাসনে ৬০হাজার জেলে ইলিশ ধরার অপেক্ষায়
লালমোহন বিডিনিউজ ,কামরুজ্জামান শাহীন,চরফ্যাসন : মা ইলিশ ধরার উপর সরকারী নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বুধবার(২নভেম্বর) রাত ১২টায়। ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ করে ইলিশ শিকারের প্রহর গুনছেন চরফ্যাসনের প্রায় ৬০হাজার জেলে। সরকারি নিষেধাজ্ঞায় ২২ দিন মেঘনায় ও তেতুঁলিয়ায় ইলিশ শিকারে যাননি উপকূলের বেশিরভাগ জেলে। এদের মধ্যে যেসব অসাধু জেলে নদীতে মাছ শিকারে গেছেন তারা ভ্রাম্যমান আদালতের অভিযানে আটক হয়ে জেল-জরিমানার মুখোমুখি হয়েছেন।
নিষেধাজ্ঞার আগে দুই মাস নদ-নদীতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ায় এবার বেশিরভাগ জেলে নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ শিকারে যায়নি বলে গত বছরের চেয়ে এ বছর অভিযানের সফলতা দেখছে মৎস্য বিভাগ। চরফ্যাসনে কয়েটি মৎস্য ঘাটে খোজঁ নিয়ে জানা যায়, জেলেরা নৌকা ও জাল মেরামতসহ সব প্রস্তুতি শেষ করে অপেক্ষায় রয়েছেন মাছ শিকারের।
অধিকাংশ ঘাটের জেলেরা জোরেশোরে শেষ সময়ে দ্বিগুণ শ্রমিক দিয়ে নৌকা মেরামতসহ জাল বুনার কাজ করছে। অনেকে নৌকায় জাল উঠানোর কাজে ব্যস্ত। এদিকে বন্ধ মাছের আড়তের গদি ঘরগুলো ধোঁয়ামোছার কাজে ব্যস্ত সময় পার করছে মালিকরা।
চরফ্যাসন জেলে সমিতির সভাপতি জানান, জেলেরা সব প্রস্তুতি সম্পন্ন করেছে। মাছ ধরার অপেক্ষায় চরফ্যাসনে প্রায় ৬০হাজার জেলে।এছাড়াও এই বছর ব্যাপক মাছ পড়ায় জেলেরা নিষেধাজ্ঞা সময়ে নদীতে মাছ শিকারে যায়নি। এতে মা ইলিশ পর্যাপ্ত ডিম ছেড়েছে। আগামীতে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা পলঅশ হালদার জানান, সরকারী নিষেধাজ্ঞা আজ বুধবার(২নভেম্বর) রাত ১২টায় শেষ হবে । নতুন করে সরকারী কোন নিষেধাক্ষা না থাকলে জেলেরা নদ-নদীতে ইলিশ মাছ ধরতে পারবে।
উল্লেখ্যঃ গত ১২অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত, ২২ দিনের জন্য সরকার মা ইলিশ রক্ষায় দেশের সকল নদ-নদীতে মাছ ধরা উপর নিষেধাজ্ঞা আরোপ করেন।