সোমবার, ৩১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জেএসসি ও জেডিসি পরীক্ষায় নকল রোধে সিসি ক্যামেরা
লালমোহনে জেএসসি ও জেডিসি পরীক্ষায় নকল রোধে সিসি ক্যামেরা
লালমোহন বিডিনিউজ ,মিজানুর রহমান লিপু : লালমোহনে কোচিং বানিজ্যের সাথে জড়িত নকল সরবরহকারী শিক্ষকদের অপকর্ম রোধে পরীক্ষা হলে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলা কর্মবীর ,সৎ ও নিষ্ঠাবান নিবার্হী অফিসারের একান্ত প্রচেষ্ঠায় পরীক্ষার হলে দূর্নীতি রোধে এ ব্যাবস্থা নেওয়া হয়েছে। বিগত দিনে লালমোহনে পাবলিক পরীক্ষায় নকলের প্রতিযোগিতায় লিপ্ত হয় কিছু অসাধু শিক্ষক যা কোন ভাবেই দমন করা সম্ভব হয় নাই। এতে মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশে ব্যাপক হতাশার শিকার হয়েছে। অন্যদিকে সারা বছর রাস্তায় ঘুরে , স্কুলে ক্লাসতো দুরের কথা বাড়ান্দায়ও না গিয়ে করে ফেলতো ভালো ফলাফল। শিক্ষার্থীদের এমন মেধাশূন্য হওয়ার অবস্থা থেকে লালমোহন উপজেলাকে বাঁচাতে পরীক্ষার হলে নকল রোধ ও অসাধূ শিক্ষদের ধৌরাত্ব বন্ধ করতে তথ্য প্রযুক্তির সাহায্য নেওয়ায় লালমোহন উপজেলার সকল স্তরের নাগরিকরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামছুল আরিফকে অভিনন্দন জানিয়েছেন।এব্যাপারে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, জেএসসি কেন্দ্র লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়, বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গজারিয়া বালিকা মাঃ বিদ্যাঃ, লর্ডহাডিঞ্জ , ধলীগরনগর, কর্তারহাট,এবং জেডিসির লালমোহন কামিল মাদ্রাসা. ও গজারিয়া ফাজিল ম্দ্রাসা সহ আটটি কেন্দ্রেই নকল সহ সকল প্রকার অনিয়ম বন্ধে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এদিকে হলে সিসি ক্যামেরা বসানোর খবরে মাথায় হাত অসাধু শিক্ষকদের । বিগত দিনে পরীক্ষার হলে নকল সরবরাহ করার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া , পাশ করিয়ে দেওয়ার নামে প্রাইভেট ও কোচিং বানিজ্য করা শিক্ষকদের মধ্যে ব্যাপক হতাশা লক্ষ্য করা গেছে।