রবিবার, ৩০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে ১০ টাকা দরের চালের কার্ড পাচ্ছেন প্রবাসী,কার্ড পায়নি হতদরিদ্ররা
চরফ্যাসনে ১০ টাকা দরের চালের কার্ড পাচ্ছেন প্রবাসী,কার্ড পায়নি হতদরিদ্ররা
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাসন প্রতিনিধি : চরফ্যাশনের আছলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরনবীর বিরুদ্ধে হতদরিদ্রদের চালের তালিকা তৈরীতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, প্রবাসে থাকা জনৈক ইউনুছ সিকদার এবং নিজ বাড়ির ২১ জনকে তালিকাভূক্ত করেছেন ইউপি সদস্য নুরনবী। কিন্তু হতদরিদ্ররা স্থান পায়নি মেম্বার তৈরী করা তালিকায়। হতদরিদ্রের তালিকা তৈরীতে এই অনিয়ম নিয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে এলাকায়।
সরেজমিনে গিয়ে জানা যায়, আছলামপুর ইউনিয়নের আবুগঞ্জ বাজারে রুহুল আমিন ও হাছনা হেনা, হান্নান, নুরনবী, সাজাহান, হাবিবসহ স্থানীয় মানুষ আছলামপুর ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.নুরনবীর সামনে সংবাদকর্মীদের কাছে অভিযোগ করেন, এ ওয়ার্ডের আবদুল খালেকের পুত্র ইউনুছ সিকদার প্রবাসে থাকলেও তালিকায় ১৩৭৬ নং সিরিয়ালে তার নাম অন্তভুক্ত করে চাল আত্মসাত করছেন ইউপি সদস্য। নিজ বাড়ির ২১ জনের নাম এই তালিকায় স্থান পেয়েছে কিন্তু আমরা দিনমজুর হলেও মেম্বার আমাদেরকে ১০টাকা কেজি দরে চালের কার্ড দেয়নি। তিনি কার্ড দিয়েছেন তার স্বজন ও পছন্দের লোকজনকে।
ইউপি সদস্য মো.নুরনবী বলেন, অধিকাংশ পরিবারেই ২/১টি করে কার্ড দিয়েছি। তার পরও যদি অভিযোগ করলে কিছু বলার নেই।