শুক্রবার, ২৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে ভুয়া সনদে বাল্য বিয়ের হিড়িক, ৪ জনের জেল-জরিমানা
চরফ্যাশনে ভুয়া সনদে বাল্য বিয়ের হিড়িক, ৪ জনের জেল-জরিমানা
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাশন প্রতিনিধি :ভোলার চরফ্যাশন উপজেলার ১৯টি ইউনিয়নে ভুয়া ও জাল সনদ দিয়ে অক্টোবর মাসে প্রায় অর্ধশতাধিক বাল্য বিয়ে হওয়ার অভিযোগ রয়েছে। চরফ্যাসনের এনজিও কোষ্ট্র ট্রাষ্ট্র আইনি সহায়তা কেন্দ্র ও স্কুল ও মাদ্রসা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধানরা এ তথ্য নিশ্চিত করেছেন।
চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান,নবম শ্রেণির ছাত্রী ফাতেমা বেগম রোল নং ৩১ কে বৃহস্পতিবার বিয়ে দেয়ার খবর শুনে উপজেলা নিবার্হী কর্মকর্তাকে অবহিত করেন। উপজেলা নিবার্হী অফিসারের নিদের্শে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মো. হানিফ সিকদার ছাত্রী ফাতেমা বেগমের ফুফাতো ভাই ইব্রাহিম কাজী, চাচা মিজান ও ইউসুফ, ভাবী রাজিয়া বেগম কে আটক করেন।
আটককৃতদের রাত ৮টার দিকে ভ্রাম্যমান আদালতে নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও ইপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন ইব্রাহিম কাজী ও মিজানকে ১৫ দিনের কারাদন্ড ও ইউসুফ, রাজিয়াকে ১ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন, টাকা আদায় করে ইউছুব ও রাজিয়াকে ছেড়ে দেওয়া হয়েছে।।
এছারাও বৃহস্পতিবার নজরুল নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মালেক ডুবাই’র মেয়ে আন্জুর হাট মাঝের চর ফাযিল মাদ্রসার নবম শ্রেণির ছাত্রীকে ভুয়া জন্ম নিবন্ধন কার্ডের মাধ্যমে বিবাহ রেজিষ্ট্রি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
চর আইচা হোসাইনিয়া দাখিল মাদ্রসার নবম শ্রেণির ছাত্রী রোল নং ৩৫ নাহার বেগমকে কয়েকদিন আগে ভুয়া সনদ কার্ড দেখিয়ে বিয়ে সম্পন্ন করা হয়েছে। শশীভূষণ থানার কলমী ইউনিয়নের চৌমুহনী বাজার জোর মসজিদ সংলগ্ন সেলিম মেস্তরীর মেয়ে আনজুর হাট হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী নাছিমা বেগমকে ভুয়া সনদ কার্ড দেখিয়ে ২৬ অক্টোবর বিয়ে দিয়ে শশুর বাড়িতে পাঠিয়েছেন।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ(ওসি) হানিফ সিকদার ও শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার জানান, বাল্য বিয়ের অভিযোগ পেলেই আমরা র্ফোস পাঠিয়ে বিয়ে বন্ধ করে দেয়ার ব্যবস্থা করি।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, অনেকে পারিবারিক ভাবে আলোচনা করে কাবিন না করে বিয়ের কাজ সম্পন্ন করে থাকেন। এ ব্যাপারে চরমানিকা ইউনিয়নের কাজীর রাইটার ফারুকের সাথে ফোনে আলাপ করলে তিনি বলেন, আমি জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী কাবিন রেজিষ্ট্রি করেছি।