চরফ্যাসনে ৭ জুয়ারী আটক
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাশন প্রতিনিধি :চরফ্যাশনের মাদ্রাজ এলাকায় থেকে ৭ জুয়াড়ী আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার আটকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানার উপ-পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর নেতৃত্বে বুধবার রাতে চরমাদ্রাজের বেড়ীবাঁধ এলাকার বাগাবাড়ি জুয়ার আসর থেকে জাহাঙ্গীর (২৫), কামাল (৩৫), মাসুদ (৩৭), আবুল হোসেন (৩৪), সবুজ (২৮), খালেক (৩০), কামাল-২ (২৬) আটক করা হয়। তাদের মধ্যে ৬ জনের বাড়ী মাদ্রাজ চর-আফজাল গ্রামের এবং কামাল হোসেন (২৬) আসলামপুর গ্রামে।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ এনামূলহক জানান, মাদক ও জুয়া নির্মূল করতে পুলিশ পাড়ায়-মহল্লায় সচেতন মূলক মতবিনিয় সভা করা হয়েছে। সেখানে অপরাধী যে দলেরই হোক না কেন ছাড় দেওয়া হবেনা বলে ঘোষণা দিয়েছি। তাদের বিরুদ্ধে জুয়া নিয়নন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটকৃতদের জেল আদালতে প্রেরণ করা হয়েছে।