শুক্রবার, ২৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বোরহানউদ্দিনে এক বৃদ্ধকে মধ্যযুগীয় নির্যাতন
জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বোরহানউদ্দিনে এক বৃদ্ধকে মধ্যযুগীয় নির্যাতন
লালমোহন বিডিনিউজ বোরহানউদ্দিন প্রতিনিধিঃ জমি জমা সংক্রান্ত বিরোধ জের ধরে ভোলার বোরহানউদ্দিনে গোলাম মাওলা নামক এক বৃদ্ধকে মধ্যেযুগীয় কায়দায় নির্যাতন করে গুরুত্বর আহত করেছে প্রতিপক্ষ কালাম সিকাদার গংরা। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ৭টার দিকে সাচড়া ইউনিয়নের দরুন বাজার নামক স্থানে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় ভুক্তভোগী পরিবার।
আহত বৃদ্ধ গোলাম মাওলা পঞ্চায়েত জানায়, তার ক্রয়কৃত ৫৬ শতাংশ জমি সে শান্তিপূর্নভাবে ভোগদখল করছিল।ওই জমির উপর নজর পরে প্রতিপক্ষ কালাম সিকদার গংদের। জোর পূর্বক অবৈধ ও বেআইনি ভাবে কয়েকবার দখল করার পায়তারা চালিয়ে ব্যার্থ হয় তারা। বোরহানউদ্দিন থানা সহ বিভিন্ন স্থানে মামলা দিয়েও ব্যার্থ হয়ে আমার উপর ক্ষিপ্ত হয়। পরে আমি বিষয়টি ভোলা-২ আসনের সংসদ সদস্যর নিকট এর প্রতিকার চেয়ে একটি আবেদন করলে তিনি বিষয়টি উপজেলা আ’লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দারকে ফয়সালা করার নির্দেশ দেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষগংরা বিভিন্ন সময় হামলা মামলার হুমকী দিতে থাকে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাত ৭টার দিকে আমি সওদা করার জন্য দরুন বাজারে আসলে প্রতিপক্ষ কালাম শিকদার, রহমান শিকদার, ফরিদ শিকদার, ফিরোজ শিকদার, শাহজাহান শিকদার, আলাউ্িদ্দন শিকদার সহ একদল সন্ত্রাসী বাজারের মধ্যে এলোপাথারি মারতে থাকে। পরে আমাকে টেনে হিচড়ে বাজার থেকে নির্জন স্থানে নিয়ে গলায় পারা দিয়ে হত্যার চেষ্টা করে।আমি ডাক চিৎকার দিলে পথচারী লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। প্রত্যক্ষদর্শী মনির চৌধুরী ও ওই এলাকার চেয়ারম্যান এর ভাই আলাম মৃধা জানান, কামাল হোসেন গংরা বৃদ্ধ গোলাম মাওলা পঞ্চায়েতকে বাজারে মারধর করার পর টেনে হিচড়ে বাজারের অন্য পাশে নিয়ে যায়।
প্রতিপক্ষ কামাল গংরা মারধরের ঘটনা অস্বিকার করে জানান, গোলাম মাওলার করা মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে গেছে। তাই কথা কাটাকাটির সময় ধাক্কা লেগে দোকানের সাটারে পরে তার কপাল ফেটে যায়।