রবিবার, ২৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে মাদক ব্যবসায়ী ও জুয়ারী সহ গ্রেফতার-৫
চরফ্যাশনে মাদক ব্যবসায়ী ও জুয়ারী সহ গ্রেফতার-৫
লালমোহন বিডিনিউজ চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশনের আসলামপুর ইউনিয়ন থেকে মাদক ও জুয়ারী সহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাতে জনতাবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। চরফ্যাসন উপ-পুলিশ পরিদর্শক(এসআই) তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসলামপুর জনতা বাজার এলাকা থেকে মাদক বিক্রেতা জামাল হাওলাদার ও জুয়ারী নুরে আলম, কামাল , হারুন ও ইব্রাহীম নামক ৫ জনকে শনিবার রাতে গ্রেফতার করা হয়।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মু.এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, তারা দীর্ঘ দিন যাবত ওই এলাকায় মাদক ও জুয়ার আসর বসিয়ে আসছিল। তাদের মধ্যে জামালকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ও বাকীদের বিরুদ্ধে জুয়ারীর আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত ৫আসামীর জাবিন না মঞ্জুর করে জেল-হাজতে প্রেরনের নিদের্শ দেন।