শনিবার, ২২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ডিলারদের খামখেয়ালীতে ১০ টাকা কেজি চাউলের কার্ডধারীদের বিরম্বনা
লালমোহনে ডিলারদের খামখেয়ালীতে ১০ টাকা কেজি চাউলের কার্ডধারীদের বিরম্বনা
লালমোহন বিডিনিউজ ,মিজানুর রহমান লিপু : লালমোহনে ডিলারদের একগোয়ামী মনোভাবের কারনে ব্যাপক বিরম্বনার শিকার হচ্ছে ১০ টাকা কেজির চাউলের কার্ডধারী হত দরিদ্ররা। উপজেলার বদরপুর ইউনিয়নে মাত্র ১ কিলোমিটার দুরত্বে দুই জন ডিলার এ চাউল বিতরন করেন যা সুবিধাভোগীদের বিশ কিলোমিটার দুরত্ব থেকে এসে নিতে হয়। সরো জমিনে গিয়ে দেখা যায় বদরপুরের উত্তর অঞ্চলের বোরহানউদ্দিন সীমান্তবর্তী এলাকার ৪নং কাজিরাবাদ এলাকার লোকদের চাউল নিতে হ্েচ্ছ প্রায় ২০ কিলোমিটার দুরত্বে নবীনগন বাজারে ডিলার বাবুল মাতাব্বর থেকে। এভাবে ৫নং ওয়র্ডের কার্ডধারীদের চাউল তার চেয়েও দুরত্বের সাতবাড়িয়া বাজারে বিতরন করছে ডিলার বজলু হাওলাদার। এভাবে বিরম্বনার স্বীকার হচ্ছে ৬ ও ৭ নং ওয়ার্ডের ভোগকারীরাও। অথচ এসকল ওয়ার্ডের খুব কাছেই দেবীরচর বাজারে এ চাউল বিতরন করছে ডিলার রাছেল । শুধুমাত্র ইউনিয়নের নিয়োগকারী কিছু ডিলারের খামখেয়ালীতে এবং তাদের স্বার্থসিদ্বির জন্য এসকল ওয়ার্ডের অনেক কার্ডধারী চাউল নিতে না আসার সম্ভাবনা দেখা দিয়েছে। ডিলারদের লাভবান এ কীটকৌশল বাস্তবায়ন হলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হতদারিদ্রদের নিয়ে যে মহান উদ্যোগ তা ভেস্তে যেতে পারে। অন্যদিকে এ ইউনিয়নের পরিষদের মেম্বার ও ডিলারদের মধ্যে চাউল বিতরন নিয়ে ¯œায়ূযুদ্ব চলছে বলে বিভিন্ন সুত্রে জানাগেছে পরিষদের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত মেম্বাররা চাউল বিতরনে বিভিন্ন ভাবে হস্তক্ষেপের চেষ্টা করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন খুব দ্রুত এ বিরম্বার সমাধান করা হবে।