
শনিবার, ২২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে মা ইলিশ ধরায় অপরাধে ৩ জেলের জেল-জরিমানা
চরফ্যাসনে মা ইলিশ ধরায় অপরাধে ৩ জেলের জেল-জরিমানা
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাসন প্রতিনিধি :চরফ্যাসন উপজেলার নীল কমল ইউনিয়নের তেতুঁলিয়া নদীর খাছির খাল এলাকায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ ধরার সময় ৩জেলেকে আটক করা হয়েছে। শনিবার(২২অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত তেতুঁলিয়া নদীতে পুলিশ ও মৎম্য বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চরফ্যাসন উপজেলা মৎস্য কর্মকর্তা পলাস হালদার জানান, তেতুঁলিয়া নদীর খাছির খাল এলাকা থেকে মা ইলিশ শিকারের সময় ৩ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সাড়ে তিন হাজার মিটার জাল ও ১টি জেলে নৌকা জব্দ করা হয়। পরে ৩ জেলেকে শনিবার দুপুরে চরফ্যাসন ভ্রাম্যমান আদালতে হাজির করলে,ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন মো. সেলিম, মো. সোহাগ নামে ২জনকে ১বছর করে কারাদন্ড ও সোহাগ নামে ১জনের ১০হাজার টাকা জরিমানা প্রদান করেন।