শুক্রবার, ২১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন বদরপুর সহ বিভিন্ন ইউনিয়নে ১০ টাকা কেজির চাউল বিতরন শুরু
লালমোহন বদরপুর সহ বিভিন্ন ইউনিয়নে ১০ টাকা কেজির চাউল বিতরন শুরু
লালমোহন বিডিনিউজ ,মিজানুর রহমান লিপু : লালমোহন বদরপুর সহ বিভিন্ন ইউনিয়নে ১০ টাকা কেজির চাউল বিতরন শুরু হয়েছে। সরকার ঘোষিত হত দরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজির চাউল বিতরেন কথা থাকলেও ডিলারসিপ নিয়োগ সহ হত দরিদ্রদের তালিকা প্রনয়নে কিছুটা সময় লাগলেও গতকাল অনেক ইউনিয়নে সঠিক মাপে অক্টোবর মাসের চাউল বিতরন শুরু করে নিয়োগকারী ডিলাররা। শুক্রবার বদরপুরের দেবীর চর বাজারে আসাদ মেলকারের ছেলে ডিলার মোঃ রাছেল উদ্দিন অক্টোবর মাসের চাউল বিতরন করলে উৎসব মুখর পরিবেশে কার্ডধারীদের চাউল নিতে দেখা যায়। ইউনিয়নের ১নং ওয়ার্ডের ১২১, ২নং ওয়ার্ডের ২৮৭, ৩নং( আংশিক) ১০৯ সহ মোট ৫১৭ জন হত দরিদ্রের মাঝে ১০ টাকা কেজি দরে প্রতিমাসে ৩০ কেজি করে চাউল এ স্থান থেকে বিতরন করবে। বিতরনের সময় ২৬৪ নম্বর কার্ডধারী আছিয়া, ৩৩ নং মোঃ কামাল, ০৪ নং নিলুফা, ২০১ নং বিবি রশিদা সহ অনেকে নাম মাত্র দামে সঠিক ভাবে চাউল পাওয়ায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও নবীনগর বাজারেব ডিলার বাবুল মাতাব্বর ৪, ৭, ৮নং ওয়ার্ডে ৫১৫ জন, এবং সাতবাড়িয়া বাজারে ডিলার বজলু হাওলাদার ৫, ৬ ও ৯ নং ওয়ার্ডের ৫০৮ জন কার্ডধারীর মধ্যে চাউল বিতরন করেন। এদিকে লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে শুক্রবার থেকে অক্টোবর মাসের চাউল ২ জন ডিলারের মাধ্যমে বিতনের খবর পাওয়া গেছে। এর পূর্বে লালমোহন সদর ইউনিয়ন ও ফরাজগঞ্জ ইউনিয়নে এ চাউল বিতরন শুরু হয়েছিল। লালমোহন উপজেলার সৎ ও নিষ্ঠাবান উপজেলা নির্বাহী অফিসার সামছুল আরিফের কঠোর পদক্ষেপের কারনে ডিলাররা সঠিক ও ডিজিটাল মিটারের পরিমাপক যন্ত্র দিয়ে চাউল দেওয়ায় এই প্রথম লালমোহন উপজেলায় ভোক্তারা সঠিক ভাবে সরকারী চাউল পাচ্ছে বলে অনেকে মনে করেন। এব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার সামছুল আরিফের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ চাউল বিতরনে অনিয়ম ঠেকাতে ডিলারদের উপর কঠোর নজরধারী রয়েছে। কার্ডধারীরা যাতে কাছাকাছি স্থান থেকে চাউল নিতে পারে তার ব্যাবস্থা করা হবে।