শুক্রবার, ২১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে বাল্যবিয়ের অপরাধে বরসহ ৪জনকে কারাদন্ড
চরফ্যাসনে বাল্যবিয়ের অপরাধে বরসহ ৪জনকে কারাদন্ড
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাশন প্রতিনিধি :চরফ্যাশনে বাল্য বিবাহের বৌ-ভাত অনুষ্ঠান পন্ড করে ঘটনাস্থল থেকে বর-কনেসহ ৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে জেলের রায় প্রদান করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট । বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনোয়ার হোসেন বর আলাউদ্দিনকে ১ মাস, বাকী ৩ জনকে ১৫দিন করে সাজার রায় প্রদান করেন। বৌ-ভাত অনুষ্ঠান পন্ড করে বর-কনেসহ ৪ জনের জেলের রায় ঘোষণাায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নবগঠিত আহম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে কনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনোয়ার হোসেন পুলিশ নিয়ে বৌভাত অনুষ্ঠানে হাজির হন। বর আলউদ্দিন (১৮), কনের মা ইয়ানুর বেগম, নানা কালু ঢালি ও কনেকে আটক করে সাজা প্রদান করেন। বরের বাড়ী দুলারহাট এলাকার চরতোফাজ্জল গ্রামে বলে জানা গেছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মু.এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে দন্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।