মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » ভোলার বোরহানউদ্দিনে ঘূর্নিঝড় রোয়ানু ক্ষতিগ্রস্তদের মাঝে ERF- USDO ভোলা এর অনুদানের কার্ড বিতরন
ভোলার বোরহানউদ্দিনে ঘূর্নিঝড় রোয়ানু ক্ষতিগ্রস্তদের মাঝে ERF- USDO ভোলা এর অনুদানের কার্ড বিতরন
লালমোহন বিডিনিউজ ,সালাম সেন্টু : ভোলার বোরহানউদ্দিনে ভয়াবহ ঘূর্নিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্তদের মাঝে ERF- USDO ভোলা এর আর্থিক অনুদানের কার্ড প্রদান করা হয়েছে । মঙ্গলবার বেলা ১২ টার সময় উপজেলার ৮ নং পক্ষিয়া ইউনিয়ন পরিষদে অত্র ইউনিয়নের ১২০ টি পরিবারের মাঝে এ উপকারভোগী কার্ড হস্তান্তর করেন পক্ষিয়া ইউপি চেয়ারম্যান নাগর হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন, পক্ষিয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান-১ মোঃ হুমায়ুন কবির, ERF- USDO ভোলা এর ফিল্ড অফিসার নির্মল কুমার সিংহ ও মোঃ মোক্তার আলম, ইউপি মেম্বার মোঃ আঃ রব প্রমূখ ।
এসময় ইউপি চেয়ারম্যান নাগর হাওলাদার বলেন, ঘূর্নিঝড় রোয়ানু ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ানোর জন্য ERF- USDO ভোলা এর এ উদ্যোগ কে আমি স্বাগত জানাই । উপকারভোগীদের উদ্দ্যেশে বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাথা গোজার ঠাঁইটুকু নির্মান করার জন্য এ সংস্থাটি দুটি ধাপে জন প্রতি ৮০০০ টাকা করে দেবে। প্রথমে ৫০০০ হাজার টাকা দেয়া হবে আপনাদের ঘর সংস্কার কাজে হাত দেয়ার জন্য এবং যদি আপনার এ অর্থটি সঠিক কাজে ব্যায় করেন তাহলে অত্র সংস্থার কর্মকর্তাগন এ কাজ পরিদর্শন করে দ্বিতীয় ধাপে পুনরায় তিন হাজার টাকা করে আপনাদের হাতে তুলে দেবেন ।
UNDP বাংলাদেশ এর সহযোগীতায় ERF এ প্রজেক্টটি বাস্তবায়নের লক্ষে USDO ভোলা জেলায় রোয়ানু ক্ষতিগ্রস্ত ৪ টি উপজেলার ১২০০ টি পরিবারের হাতে তাদের অনুদান প্রদান করবেন বলে জানিয়েছেন ERF- USDO ভোলা এর ফিল্ড অফিসার নির্মল কুমার সিংহ । ৪টি উপজেলা হলো ভোলা, দৌলতখান, বোরহানউদ্দিন ও তজুমদ্দিন ।