রবিবার, ১৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মৎস্য অভিযানে পাঁচ জেলের ২বছর করে কারাদন্ড
লালমোহনে মৎস্য অভিযানে পাঁচ জেলের ২বছর করে কারাদন্ড
লালমোহন বিডিনিউজ ,মিজানুর রহমান লিপু: লালমোহন মা ইলিশ রক্ষায় মৎস অভিযানে অবৈধভাবে মাছ ধরার অপরাধে পাঁচ জেলের কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল ১৬ অক্টোবর রবিবার তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ঢাকা মৎস ভবনের উপ পরিচালক ডঃ আলিম, ভোলা জেলা মৎস অফিসার রেজাউল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলী আহমেদ আকন্দ , লালমোহন উপজেলার দায়িত্ব প্রাপ্ত নৌ- বাহিনী কমান্ডর সহ নৌ সেনারা নদীতে নিষিদ্ধ সময় অবৈধ ভাবে মাছ ধরার অপরাধে ৫ জেলেকে গ্রেফতার করে। পরে তাদেরকে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বহী ম্যাজিষ্ট্রেট মো সামছুল আরিফ মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ২ বছরের করে কারাদন্ড দেয়। সাজাপ্রাপ্তরা হলেন বদরপুর গ্রামের কাদির পাটোয়ারীর ছেলে রাসেল(২৬), রশিদ হাওলাদেরর ছেলে খোকন(৩০) ,শাহজাহান হাওলাদারের ছেলে মাহাবুব (২৩) এবং গাইমারা বিশ্বাষের পাড় এলাকার মোতাহারের ছেলে নয়ন(২৫),তোফায়েল আহমদের পুত্র জাফর(৩৫)। সোমবার তাদেরকে ভোলা জেলা কারাগরে প্রেরন করা হবে ।