বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » দক্ষিণ আইচা | শিরোনাম | সর্বশেষ » মা ইলিশ নিধনের দায়ে চরফ্যাসনে ৪ জেলের জরিমানা
মা ইলিশ নিধনের দায়ে চরফ্যাসনে ৪ জেলের জরিমানা
লালমোহন বিডিনিউজ ,কামরুজ্জামান শাহীন: সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের দায়ে ভোলায় চরফ্যাসনে ৪ জেলে আটক করা হয়েছে। বুধবার সকাল ১০টায় দক্ষিন আইচা থানার কুকরী-মুকরী এলাকার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার(১৩অক্টোবর) দুপুর ২টায় তাদের চরফ্যাসন ভ্রাম্যমান আদালত হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন প্রত্যেকে ৫হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ৩মাসের কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন,নসু বয়াতী (৩০),ইউছুব (৩৫), আল আমিন (২১) ও মো. জামাল (১৯।
পুলিশ ও মৎস্য বিভাগের একটি টিম বুধবার সকালে চরফ্যাসনের কুকরী-মুকরী এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মা ইলিশ শিকারের দায়ে ৪ জেলেকে আটক করা হয়।