বুধবার, ১২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে দুর্বৃত্তদের চেতনাশক মিশানো খাবার খেয়ে একই পরিবারের নারী ও শিশুসহ আহত-৯,মালামাল লুট
চরফ্যাসনে দুর্বৃত্তদের চেতনাশক মিশানো খাবার খেয়ে একই পরিবারের নারী ও শিশুসহ আহত-৯,মালামাল লুট
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাসন প্রতিনিধি :চরফ্যাসন উপজেলার শশীভূষণে দুর্বৃত্তদের চেতনাশক মিশানো খাবার খেয়ে একই পরিবারের নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছে।মঙ্গলবার গভির রাতে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শফিকুল ইসলাম হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন,জহুরা বেগম(৫৫),মাইউদ্দিন(৩৭),সোহরাব সোহরাব (৩৫),আরজু(২৭) ,শারমিন (২১),তামান্ন (১৮),সাহাদাত (১১),আলী আশরাফ(৮),আরমান(৫)
শফিকুল ইসলাম হাওলাদারের বড় ছেলে সোহরাব হোসেন জানান,মঙ্গলবার রাতে খাবারের সাথে চেতনাশক ঔষুধ মিশিয়ে দেয় দুর্বৃত্তরা। রাত ৯টায় সে খারার খেয়ে সবাই অচেতন হয়ে পরলে, দুর্বৃত্তরা রান্না ঘরের জানালা ভেঙ্গে স্বর্ণ-অলংকারসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।