বুধবার, ১২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » মেঘনায় ইলিশ ধরার অপরাধে ১১ জেলে আটক, ১ বছর করে ৬ জনের কারাদণ্ড
মেঘনায় ইলিশ ধরার অপরাধে ১১ জেলে আটক, ১ বছর করে ৬ জনের কারাদণ্ড
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : ভোলার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৬ জেলের এক বছরকরে কারাদণ্ড- দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: কামাল হোসেন এ রায় দেন। দ-প্রাপ্তরা হলেন, আবুল কাসেম (৪৫) , আবু তাহের (৩৫), আবদুল (৩০) সোহেল (২৭), রিয়াজ (২৫) ও ফারুক (৩৮)।
জানাযায় , কোস্টগার্ড ও মৎস্য বিভাগের একটি টিম সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা সদরের মেঘনায় অভিযান চালায়। এ সময় ভাংতির খাল, রামদাসপুর ও ভোলার খাল পয়েন্টে অবৈধভাবে ইলিশ শিকারের অপরাধে ১১ জেলেকে আটক করে।
এদের মধ্যে ৬ জনকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের এক বছর করে কারাদণ্ড- প্রদান করে। অন্যদিকে ৫ জন শিশু হওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। ভোলা সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আসাদ
উজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ইলিশ ধরা, বিক্রি ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। তিনি আরো বলে নিষিদ্ধ সময় প্রতিদিন তাদের অভিযান অব্যহত থাকবে বলে ও জানান।