মঙ্গলবার, ১১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরা ভূমি অফিসের গাফিলতিতে ১৬ বছরেও বন্দোবস্তীয় জমি বুঝ পাচ্ছেনা ১৬২ ভূমিহীন পরিবার
মনপুরা ভূমি অফিসের গাফিলতিতে ১৬ বছরেও বন্দোবস্তীয় জমি বুঝ পাচ্ছেনা ১৬২ ভূমিহীন পরিবার
লালমোহন বিডিনিউজ ,সীমান্ত হেলাল মনপুরা : ভোলার মনপুরার কলাতলী চরে কাগজে কলমে বন্দোবস্ত দিলেও ১৬ বছর ধরে জমির বুঝ পাচ্ছেনা ১৬২ ভূমিহীন পরিবার। ভূমি অফিসের গাফিলতির কারনে বন্দোবস্তীয় জমির বুঝ পাচ্ছেননা বলে অভিযোগ করেছেন জমির মালিকরা।
অভিযোগের দরখাস্ত সূত্রে জানা যায়, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবছরের ১৫ মে সহকারি কমিশনার ভূমিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরের দিন তৎকালীন সহকারি কমিশনার ভূমি এরশাদ হোসেন খান সার্ভেয়ারকে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। পরে সার্ভেয়ার ৯ জুন সকল কাগজপত্র নিয়ে ভূমি মালিকদের ভূমি অফিসে আসতে বলে। পরে ৯ জুন জমির মালিকরা আসলে কাগজপত্র দেখে ১ জুলাই কলাতলীর চরে জমি বুঝে দেওয়ার তারিখ নির্ধারন করা হলেও আজ পর্যন্ত জমি মেপে বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ১৬২ ভূমিহীন পরিবার।
জানা যায়, উপজেলার মনপুরা ইউনিয়নের কূলাগাজীর তালুক গ্রামের নদী ভাঙ্গা ১৬২ পরিবারকে ১৯৯৯-২০০০ সালে সরকার ১.৫০ (দেড় একর) একর করে জমি কলাতলীর চর মৌজায় বন্দোবস্ত দেয়া হয়। বন্দোবস্তীয় জমির খাজনা নিয়মিত পরিশোধ করা হলেও মেপে দখল বুঝিয়ে দিচ্ছেনা ভূমি অফিস।
ভূমিহীন পরিবারগুলো জানান, ১৬ বছর ধরে অপেক্ষায় আছি কখন জমি পাবো। বেড়ীর ঢালে পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে দিনযাপন করছি। দ্রুত বন্দোবস্তীয় জমি দখল পাওয়ার দাবী করেন তারা।
এব্যাপারে উপজেলা সহকারি কমিশনার ভূমি (দায়িত্বে থাকা) মনোয়ার হোসেন জানান, বন্দোবস্ত জমি বুঝে দেওয়ার জন্য সার্ভেয়ারকে নির্দেশ দেওয়া হয়েছে।