বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে গণমাধ্যমকর্মীদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আরিফের মিডিয়া সংলাপ অনুষ্ঠিত
লালমোহনে গণমাধ্যমকর্মীদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আরিফের মিডিয়া সংলাপ অনুষ্ঠিত
লালমোহন বিডিনিউজ ,রিপন শান, লালমোহন : লালমোহন উপজেলার আর্থ-সামাজিক-প্রশাসনিক উন্নয়ন অগ্রগতি, তথ্য-প্রযুক্তি-শিক্ষা-সংস্কৃতির বিভিন্ন বিষয়ে লালমোহনে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীদের সাথে এক আন্তরিকতাপূর্র্ণ মিডিয়া সংলাপে অংশ নিয়েছেন লালমোহন উপজেলার আপসহীন সাহসী উদ্যমী নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুল আরিফ। ৬ অক্টোবর বিকাল ৪ টায় লালমোহন উপজেলা পরিষদের নবনির্মিত ভবনে নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে সংবাদকর্মীদের সরব উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহুত এ মিডিয়া সংলাপ। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আরিফের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রাণবন্ত সংলাপে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন প্রেস ক্লাব সভাপতি আব্দুস সাত্তার (বরিশাল সময়), লালমোহন মিডিয়া ক্লাব সভাপতি প্রভাষক রিপন শান ( বাংলাদেশ বাণী), লালমোহন রিপোটার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হাসান লিটন ( নয়াদিগন্ত), লালমোহন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক জহিরুল হক সেলিম ( ইনকিলাব), সহ-সভাপতি মোঃ মাকসুদ উল্ল্যাহ (আজকের বরিশাল), সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন (সত্য সংবাদ), সাংগঠনিক সম্পাদক শাহিন আলম মাকসুদ (আজকের ভোলা, চ্যানেল নাইন), যুগ্ম সম্পাদক মোঃ মাহাবুব আলম ( সংগ্রাম) অর্থ ও দপ্তর সম্পাদক মোঃ আজিম খান (ভোরের আলো) লালমোহন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম খালেক ( বাংলাদেশ বাণী), সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মাসুদ (মাই টিভি, মানব কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রহমান নোমান ( আজকের বরিশাল), কোষাধ্যক্ষ জসিম মাতাব্বর (আমাদের বরিশাল), লালমোহন সাংবাদিক সমিতির সভাপতি এসবি মিলন (আজকের বার্তা), প্রেস ক্লাব সদস্য মোঃ ফরহাদ হোসেন (ভোলার সংবাদ, ভোরের ডাক), শাহিন কুতুব ( সংবাদ), লালমোহন সাংবাদিক ফোরামের সভাপতি এনামূল হক রিংকু (শাহানামা), লালমোহন সাংবাদিক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আমিন (আজকের ভোলা), ইউসুফ আহম্মেদ (আলোকিত বরিশাল) প্রমুখ। মিডিয়া সংলাপে সংবাদ কর্মীগণ ইভটিজিং প্রতিরোধ, বাল্য বিবাহ দমন, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধ, কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণ, ভূমি অফিস ও সেটেলমেন্ট দালাল মুক্তকরণ, লালমোহন হাইস্কুলের পুকুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, মা ইলিশ রক্ষা, প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখা ও সাফল্য অর্জনের জন্য উপজেলা নির্বহী কর্মকর্তা শামসুল আরিফের ভূয়সী প্রশংসা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আরিফ এই সব বিষয়ে প্রয়োজনীয় তথ্য সহযোগিতা করবার জন্য গণমাধ্যম কর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী ১২ অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষা কর্মসূচীতে যথাযথ ভূমিকা রাখতে লালমোহনের সংবাদ কর্মীদের যারপরনাই সহোযোগিতা কামনা করেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান- আসন্ন এস.এস.সি পরীক্ষায় সকল কেন্দ্রে সিসি ক্যামেরার স্থাপন করে পরীক্ষা মনিটরিং করা হবে।