রবিবার, ২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সুপারী পাড়াকে কেন্দ্র করে অষ্টম শ্রেনীর ছাত্র খুন ।
লালমোহনে সুপারী পাড়াকে কেন্দ্র করে অষ্টম শ্রেনীর ছাত্র খুন ।
লালমোহন বিডিনিউজ : লালমোহনে বাগানের সুপারী পাড়াকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে ১ জন খুন হয়েছে। গত শনিবার দুপুর আড়াই টায় বাগানে জোড় পূর্বক সুপারী পারায় রাধা দেওয়ায় দু পক্ষের সংঘর্ষে পূর্ব চর উম্মেদ দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্র হাছনাইন (১৪) খুন হয়। খোজ নিয়ে জানাযায়,উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন ৭ নং ওয়ার্ড পূর্ব চর উম্মেদ গ্রামের হাজী কয়ছর আহমেদ বাড়ীর মোস্তাফা গংদের বাগানে জোর পূর্বক ভাবে একই এলাকার মৃতঃ হাশেম দফাদারের ছেলে নুরে আলম, মানিক, বাচ্চু সুপারী পাড়তে আসলে মোস্তফার ছেলে জাবেদ, হাসনাইন, শাকিল বাধা দেয় । এক পর্যায়ে তারা বাড়ীতে গিয়ে হামলার প্রস্তুুতী নিয়ে নুরে আলম , বাচ্চু, মানিক,নুরে আলমের স্ত্রী, শাশুড়ী সহ দলবল হাছনাইন, জাবেদ ও শাকিলের উপড় হামলা করে। হামলায় হাছানাইন মারাত্বক ভাবে আহত হলে তাকে লালমোহন সদর হাসপাতালে আনলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল শেরে বাংলায় রেফার করে। বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে দশটায় হাছনাইন মারা যায়। এ ছাড়াও হাছনাইনের ভাই জাবেদ আহত অবস্থায় লালমোহন সদর হাসপাতালে ভর্তি আছে। অন্যদিকে বচ্চু গংদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তারা পলাতক থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। লালমোহন থানা সুত্রে জানাযায়, এব্যাপারে ০২,১০,১৬ তারিখ রবিবার হাচনাইনের বাবা মোস্তফা বাদী হয়ে লালমোহন থানায় খুন মামলা দায়ের করেছে। মামলা নম্বর-০২