শনিবার, ৯ মে ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ছাত্রলীগের সম্মেলনে বানিজ্যমন্ত্রী খালেদা জিয়া নিজে আত্ম সমর্পন করে ঘরে ফিরেগেছেন
ভোলায় ছাত্রলীগের সম্মেলনে বানিজ্যমন্ত্রী খালেদা জিয়া নিজে আত্ম সমর্পন করে ঘরে ফিরেগেছেন
পুষ্পেন্দু মজুমদার, ভোলা :বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খালেদা জিয়া ৯২ দিন জঙ্গী তৎপরতা চালিয়ে নিজে আত্মসমর্পন করে ঘরে ফিরেগেছেন। তার নেতি বাচক রাজনৈতির কারণে নেতা কর্মীরা এখন দল ছাড়ছেন। গতকাল শনিবার ভোলার নতুন বাজার চত্বরে উৎসবমুখর পরিবেশে কয়ে হাজার নেতকার্মীর অংশ গ্রহন ও ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির নেত্রীর জঙ্গী আন্দোলণের ফলে সম্প্রতি আওয়ামী লীগের ৪টি বিজয়ের প্রথম বিজয় হচ্ছে জঙ্গীবাদ কার্যকলাপ বন্ধ করে দিয়ে খালেদা জিয়াকে ঘরে পাঠাতে সক্ষম হয়েছি । তিনি নিজেই আত্ম সমর্পন করে ঘরে ফিরে গেছেন। দ্বিতীয বিজয় ৩টি সিটি নির্বাচনে খালেদা জিয়ার ঘোষিত নিরব বিপ্লবের ঘোষনা দিয়ে ১২টার আগে ঘরে ফিরে যাওয়া, তৃতীয় বিজয় ৪১ বছর পর ভারতীয় পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে ছিটমহল সমস্যার সমাধান হওয়া । চতুর্থ বিজয় বৃটিশ পার্লামেন্টে বঙ্গবন্ধুর নাতনী , শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক বিজয়ী হওয়া। তিনি আরো বলেন, খালেদা জিয়ার বিএনপি এখন নকসাল দলে পরিনত হয়েছে। ক’ দিন পরে ওদের আর খোজ থাকবে না। এ সময় তিনি ভোলায় ৫ শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদানের বিষয় উল্লেখ করেন। সারা দেশে এমন চিত্র শুরু হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, বিএনপি এখন বিচ্ছন্নতাবাদী সংগঠনে পরিনত হয়েছে। বঙ্গবন্ধুকে সহপরিবারে হত্যার জন্য জিয়াউর রহমান দায়ি উল্লেখ করে জ্যাকব বলেন, ওরা হত্যার রাজনীতি করে।ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সম্মেলন উদ্বোধনকালে বলেন, ছাত্রলীগ সৃস্টির মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্বাধীনতার বীজ পবন করে ছিলেন, তেমনি ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্দ্রাসমুক্ত , মাদকমুক্ত ছাত্রলীগ গঠন করেন।
জেলা ছাত্রলীগ সভাপতি আবিদুল আলমের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, জেলা আওয়ামী লীগ সম্পাদক আব্দুল মমিন টুলু, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, ঢাকা যুব লীগ দক্ষিনের সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদ, আওয়ামী লীগ উপ-কমিটির সদস্য জোয়ায়দুর রহমান রাসেল, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জয়দেব নন্দী প্রমুখ। দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের ভোটে জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয় ।