বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ
চরফ্যাশনে কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নে এক কিশোরী (১৪) কে বিয়ের প্রলোভন দিয়ে দেখা করতে এসে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে এঘটনা ঘটে। স্থানীয়রা ওই কিশোরীকে উদ্ধার করে চরপ্যাসন হাসপাতালে ভোলা ভর্তি করেছে।
দক্ষিণ আইচা থানারঅফিসার ইনচার্জ(ওসি) হানিফ সিকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে আমরা খবর পেয়ে ধর্ষিতাকে নজরুল নগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সড়কের উপর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছি। অবস্থার অবনতির হলে বুধবার সকালে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে কিশোরীর দক্ষিণ আইচা থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ছায়েদ জবান বন্দী গ্রহণ করেন। ঘটনার সাথে জড়িত ভাড়াটিয় হোন্ডা চালক সবুজের নাম উঠে এসেছে বলে সুত্র জানান। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে ও জানান ওসি। এ রিপোর্ট লেখা পযর্ন্ত থানায় কোন মামলা হয়নি বলেও জানান তিনি।