রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে স্বর্ন ও টাকা নিয়ে বাসার কাজের মেয়ে পলিয়েছে
বোরহানউদ্দিনে স্বর্ন ও টাকা নিয়ে বাসার কাজের মেয়ে পলিয়েছে
লালমোহন বিডিনিউজ ,বোরহানউদ্দিন প্রতিনিধি : বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শাহিন সিদ্দিকির পৌর ২নং ওয়ার্ডের বাসা থেকে স্বর্ন ও টাকা নিয়ে বাসার কাজের মেয়ে পালানোর অভিযোগ পাওয়াগেছে। গত ২৫/০৯/২০১৬ ইং রোজ রবিবার সকাল ০৬ ঘটিকার সময় মোঃ শাহীন সিদ্দিকির পৌর ২নং ওয়ার্ডের বাসা থেকে কাজের মেয়ে লিপি (১২) পালিয়ে যায়। এ ব্যাপারে শাহীন সিদ্দিকি জানান, মনপুরা উপজেলার মোঃ হুমায়নের মেয়ে আমার পৌর ২নং ওয়ার্ডের বাসায় কাজ করা অবস্থায় আমার স্ত্রীর ১ ভরি স্বর্নের চেইন, হাতের বালা ২টি যাহার ওজন অনুমান ১ ভরি ৮ আনা, কানের দুল এক জোড়া ওজন অনুমান ১ ভরি, ও নগদ ৭৮২২ টাকা, নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় শাহীন সিদ্দিকি বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেন।