
শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » পাঁচ হাজার কম্পিউটার শিক্ষকের এমপিভুক্তির সুপারিশ মন্ত্রণালয়ে
পাঁচ হাজার কম্পিউটার শিক্ষকের এমপিভুক্তির সুপারিশ মন্ত্রণালয়ে
লালমোহন বিডিনিউজ, সোহেল ঢাকা : পাঁচ হাজার ৭২ জন কম্পিউটার শিক্ষককে এমপিওভুক্তির সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে আদিষ্ট হয়ে ২০১১ খ্রিস্টাব্দের ১১ নভেম্বরের পর এমপিও না দেয়ার শর্ত অনুমোদিত কম্পিউটার শাখার বিপরীতে নিয়োগপ্রাপ্ত এমপিওবিহীন শিক্ষকদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান।
পাঁচ হাজার ৭২ জন শিক্ষকের এমপিওভুক্তি, বাড়ীভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বাবদ সরকারের বাৎসরিক খরচ একশত দশ কোটি ছাপ্পান্ন লক্ষ ছিয়ানব্বই হাজার মাত্র।
এমপিওভুক্তির দাবিতে অনশন, মানবন্ধন করে ক্লান্ত হয়ে পড়েছেন কম্পিউটার শিক্ষকরা। তারা বলছেন, শিক্ষার সবকিছু ডিজিটাল হচ্ছে কিন্তু কম্পিউটার শিক্ষকদের বেতন নেই যা বিষ্ময়কর ও বেমানান।