সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা অহত ১
বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা অহত ১
লালমোহন বিডিনিউজ ,বোরহানউদ্দিন প্রতিনিধি : বোরহানউদ্দিন উপজেলার কাচিয় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গুরুতর অহত ১।
তথ্য সুত্রে জানা যায়, ১৫/০৯/ ২০১৬ ইং তারিখে সন্ধ্যা সাত ঘটিকার সময় নজির পাটোওয়ারীর ছেলে কামাল বোরহানউদ্দিন বাজার থেকে তার নিজ বাড়িতে যাওয়ার সময় বাড়ির দরজায় সরকারী প্রথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে পিটিয়ে হাত পা ভেঙ্গে দিয়েছে একই এলাকার নাজিম উদ্দিন ,ইমতিয়াজ, নজরুল ইসলাম, মোশারফ হোসেন, রাসেল, বাবুল, মাহাবুব ও সিদ্দিক।
এই সময় তার ডাক চিৎকারে স্থানীয় লোক এসে তাকে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে ভর্তি করলে তার চিকিৎসার উন্নতি না হলে কর্তব্যরত ডাক্তার অহতকে দ্রুত ভোলা সদর হাসপাতালে রেফার করেন।
কামালের স্ত্রী জানান, আমার স্বামী আমাদের জমি বিক্রি করতে চাইলে হামলা কারীরা দুই লক্ষ টাকা চাঁদা দাবী করেন। আমরা চাঁদা দিতে অস্বীকার করলে আমার স্বামীকে হামলা কারীরা পিটিয়ে হাত পা ভেঙ্গে দিয়ে তার পকেটে থাকা নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এই ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত কাউকেই খুঁজে পাওয়া যায় নি। তবে এলাকার লোকজন বলছে, মামলার ভয়ে অভিযুক্তরা এলাকা ছেড়েছে।
এই ঘটনায় কামালের স্ত্রী মমতাজ বেগম পারভীন বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন।
এই ঘটনায় বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তার সাথে যোগাযোগ করলে জানা যায়, মমতাজ বেগমের মামলায়, মোশারফ নামে একজন আসামী আটক করা হয়েছে, মামলাটি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।