রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনের হাট-বাজারগুলোতে ইলিশে সয়লাব
চরফ্যাসনের হাট-বাজারগুলোতে ইলিশে সয়লাব
লালমোহন বিডিনিউজ ,কামরুজ্জামান শাহীন,চরফ্যাসন : ঈদের চার দিন হয়ে অতিবাহিত হয়ে গেলো মানুষ কোরবানি ও গোস্ত নিয়ে ব্যস্ত ছিল। ফলে অনেকেই ইলিশ মাছ কিনতে হাট-বাজার যায়নি। তবে রবিবার(১৮সেপ্টেম্বর) উপজেলার প্রতিটি হাট-বাজার প্রচুর ইলিশ মাছ দেখা গেছে। নদী থেকে জেলেরা প্রচুর ইলিশ ধরে উপজেলার বিভিন্ন হাট-বাজারের মাছ ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে।
এতে সাধারন মানুষ কম দামে ইলিশ মাছ ক্রয় করতে পারছে। এসময় ইলিশ বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছে জেলে ও ব্যবসায়ীরা। রবিবার বিভিন্ন হাট-বাজারগুলোতে প্রচুর ইলিশ মাছের সমাগম দেখা গেছে। জেলেরা নদী থেকে ইলিশ শিকার করে ভোরে ঘাটে আসলেই মাছ ব্যবসায়ীরা তা ক্রয় করে বিভিন্ন হাট-বাজারে নিয়ে বিক্রি করে থাকে। অনেকে আবার নদী থেকেই মোকামে চলে যাচ্ছে।
চরফ্যাসন উপজেলা থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে ইলিশ মাছ। তবে ঈদের আগের চেয়ে দাম অনেকটা কম। ১/২দিনের মধ্যে দাম আরো কমে যাবে বলে ধারনা করছেন ব্যবসায়ীরা। চরফ্যাসনের ছিডু মাঝি জানান, ঈদের আগের চেয়ে ইলিশ মাছের দাম অনেকটা কমেছে। ঈদের আগে মন প্রতি ৫০০গ্রাম ইলিম মাছের দাম ছিল ১৮হাজার টাকা। বর্তমানে সে মাছের দাম সাড়ে ১৪ থেকে ১৫হাজারটাকা। কিন্তু ১ কেজি থেকে দেড় কেজি ইলিশের দাম আগের মতই আছে।
চরফ্যাাসনের মৎস আড়ৎদার শাহেআলম ফরাজী জানান,ঈদের আগে জেলেরা নদী বা সাগরে তেমন একটা যায়নি।।ঈদের পর দিন থেকে মাছ ধরা শুরু করেছে জেলেরা।ফলে ঈদের পর দিন থেকে হাট-বাজারে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে।