শনিবার, ৯ মে ২০১৫
প্রথম পাতা » আন্তর্জাতিক | প্রবাস | বিনোদন | শিরোনাম | সর্বশেষ » নাচ-গান প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে দেহ ব্যবসা
নাচ-গান প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে দেহ ব্যবসা
ইন্টারন্যাশনাল ডেস্ক : বাইরে থেকে দেখলে বুঝবেন নাচ-গান প্রশিক্ষণ কেন্দ্র৷ কিন্তু তার অন্দরেই রমরমিয়ে চলছে দেহ ব্যবসা৷ তবে চাঞ্চল্যকর বিষয় হল এই সেক্স র্যাকেট চালাচ্ছে মাও নেতারা৷ বিহারের নওদা জেলার আরওয়ালের ঘটনা৷
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেক্স র্যাকেটের পর্দাফাঁস করে ১৯ জন মহিলা-সহ মোট ২৭জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এদের মধ্যে রয়েছে এক প্রভাবশালী মাও নেতাও৷ স্থানীয়দের অভিযোগ এই মধুচক্রের আসরে বিদেশীদের পাশাপাশি মাও নেতাদেরও মদত রয়েছে৷
পুলিশ সূত্রে খবর, দীর্ধদিন ধরেই এ বিষয়ে অভিযোগ ছিল৷ সেই কারণেই গত সোমবার গভীর রাতে ছদ্মবেশে মধুচক্রের আসরে হানা দেয় পুলিশ৷ পুলিশ সূত্রে মোট ২৭ জনকে গ্রেফতারের কথা জানানো হলেও যে মাও নেতাকে গ্রেফতার করা হয়েছে তার নাম জানান হয়নি৷