শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলামের ২৪ তম মৃত্যু বাষির্কী ১৭ সেপ্টেম্বর
সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলামের ২৪ তম মৃত্যু বাষির্কী ১৭ সেপ্টেম্বর
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন-মনপুরার সাবেক সংসদ সদস্য চরফ্যাশন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের ১৭ সেপ্টেম্বর শনিবার ৩৪ তম মৃত্যু বাষির্কী। তার মৃত্যু বাষিকী উপলক্ষ্যে চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসুচী গ্রহণ করা হয়েছে বলে দলীয় সুত্র নিশ্চিত করেছেন। এছাড়া সাবেক এমপি পুত্র বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল¬াহ আল ইসলাম জ্যাকব নজরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে শিক্ষা বৃত্তি প্রদান করবেন।
প্রসঙ্গত, অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে ভোলার-৪ চরফ্যাশন ও মনপুরা থেকে আওয়ামীলীগের মনোনিত জাতীয় সংসদ সদস্য নিবার্চিত হন। ১৯৯২ সালে ঢাকার মিরপুরের বাড়িতে আকস্কিক অসুস্থ্য হয়ে পড়লে তাকে সোহরাওয়াদী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থ্যায় ১৭ সেপ্টেম্বর তার মৃত্যু বরন করেন।