মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে ঈদের নামাজ পড়তে এসে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চরফ্যাসনে ঈদের নামাজ পড়তে এসে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাসন প্রতিনিধি :ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নে ৬নং ওয়ার্ডে ঈদের নামাজ পড়তে এসে খালের পানিতে ডুবে আহাদ(৪)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(১৩সেপ্টেম্বর) সকাল ৯টায় এ দূঘটনা ঘটে। নিহত শিশু চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের আজিজ মাওলানার বাড়ীর এমরানের ছেলে। স্থানীয়রা জানায়, সকালে ঈদের নামার পড়তে শিশুটি মসজিদে আসে। এর পর থেকে আর শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় ১ঘন্টা পর স্থানীয়রা বাড়ির পাশের খালে তার মৃত্যুদেহ ভেসে উঠতে দেখে। খাল থেকে শিশুটিকে উদ্ধার করে চরফ্যাসন উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের মাতম চলছে।শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।