লালমোহনে মামলা করায় - হামলা
লালমোহন বিডিনিউজ ,লালমোহন প্রতিনিধি : লালমোহনে মামলা করায় বাদীর উপর হামলার অভিযেগ মিলেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চরভূতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মিঝি বাড়ির কাঞ্চন মিজির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০১৩ সালে লালমোহন থানায় একই বাড়ির রফিক মিজির ছোট মেয়ে বাদী হয়ে একটি মামলা দায়েল করে। মামলা নং -১২। এলাকবাসী ও অনুসন্ধানী সূত্রে জানা যায়, রফিক মিজি ও মৃত কাঞ্চন মিজির পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এই চলমান বিরোধকে কেন্দ্র করে গত শনিবার (১০ অক্টোবর) বিকাল ৫ টায় সুপারি গাছ থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে মৃত কাঞ্চন মিজির ছেলে মিজান , মেসলেউদ্দিন , জাহানারা , পারভীন সহ মিজানের ১০-১৫ সহযোগী তার বসত ঘরে অতর্কীত হামলা চালায়। এসময় মিজান ও তার সহোযোগীরা আনোয়ারা বেগম (৪০) ও প্রতিবন্ধি মিনারা কে পিটিয়ে জখম করে এবং মূল্যবান কাগজ পত্র ও ¯¦র্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন সদর হসপাতালে নিয়ে যায়। এব্যাপারে মিজানের সাথে যোগাযোগ করতে না পারায় তার বক্তব্য প্রধান সম্ভব হয়নি।