রবিবার, ১১ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » যাদুঘর থেকে জিয়াউর রহমানের পদক সরিয়ে নেওয়ায়- নাজিম উদ্দিন আলমের নিন্দা ও প্রতিবাদ
যাদুঘর থেকে জিয়াউর রহমানের পদক সরিয়ে নেওয়ায়- নাজিম উদ্দিন আলমের নিন্দা ও প্রতিবাদ
লালমোহন বিডিনিউজ ,কামরুজ্জমান শাহীন,চরফ্যাসন :শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক জাতীয় যাদুঘর থেকে সরিয়ে ফেলার চরফ্যাসন-মনপুরার সাবেক সংসদ সদস্য আলহাজ¦ নাজিম উদ্দিন আলম এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মার্চের ভয়াল সে কাল রাতে স্বাধীনতা ঘোষনা না দিলে দেশ এ জাতি স্বাধীনতা হতো কিনা সন্দেহ আছে। শুধু তাই নয়, জিয়াউর রহমান প্রত্যক্ষভাবে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে বীর উত্তম খেতাব লাভ করেছেন।
তিনি বলেন, এমন একজন বীর রাষ্ট্র প্রধানের স্বাধীনতা পদক স্বাধীন বাংলাদেশের জাতীয় জাদুঘর থেকে সরানোতে প্রমাণিত হয় আওয়ামীলীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশকে পরাধীনতার শৃঙ্খলে বন্দী করতে চায়। এই হটকারী সিদ্ধান্তে সমগ্র দেশের মুক্তিযোদ্ধারা ও স্বাধীনতার পক্ষের সকল শক্তির অপমানিত হয়েছে বলে মনে করে।