শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে যৌতুকের শিকার এক সন্তানের জননী
লালমোহনে যৌতুকের শিকার এক সন্তানের জননী
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে নিপুল (২৫) নামের এক সন্তানের জননী যৌতুকের শিকারের অভিযোগ পাওয়া গেছে । অভিযোসুত্রে জানাযায়, উপজেলার চরভূতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড তারাগঞ্জ এলাকার কৃষক সামচলহকের মেয়ে নিপুনের রমাগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড পূর্ব চরউমেদ এলাকার মোঃ হানিফের ছেলে নয়ন (২৬) এর সাথে ২০১৩ পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় মেয়ে পক্ষ নয়নকে এক লক্ষ টাকা যৌতুক হিসেবে দেয়। পরে নিপুলের নামে জমি কিনার কথা বলে আরো ৪০ হাজার টাকা শ^শুর বাড়ি থেকে নিলেও নিপুলের নামে কোন জমি দেয়নি যৌতুক লোভী নয়ন। এর কিছুদিন পর নয়ন শ^শুর বাড়ির লোকদের কাছে আরো ৭০ হাজার টাকা দাবি করে। কৃষক সামচল হক নয়নের দাবিকৃত টাকা দিতে না পারার কারনে নয়ন ও তার পরিবারের লোকজন মিলে নিফুলের উপর অমানুষিক নির্যাতন চালায় বলেন জানান ভুক্তভোগি নিপুল(২৫)। নিপুল আরো জানায়, আমার বাবার বাড়ি থেকে ৭০ হাজার টাকা এবং একটি গরু আনতে না পারার কারনে ভাশুর সাহাবুদ্দিন, মোঃ সহিদুল,মাহিদুল এবং শ^াশুরী বিবি খতেজা বেগম সহ প্রায় সময় আমাকে মারপিট করে। আমি বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিবগ্য ও ইউপি সদস্য লোকমান কে জানালে লোকমান মেম্বার আমাকে কু প্রস্তাব দেয়। আমি তার কু প্রস্তাবে রাজি না হওয়ায় আমার স্বামীকে ভুল বুঝিয়ে আমাকে শ^শুর বাড়ি থেকে বের করে দেয় । ন্যায় বিচার পাওয়ার আশায় নিপুল বাদী হয়ে সহকারী পুলিশ সুপার লালমোহন সার্কেল মোঃ রফিকুল ইসলাম এর কাছে একটি লিখিত আবেদন করেন বলেও জানান নিপুল ।
এ ব্যাপারে ইউপি সদস্য মোঃ লোকমান হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
যৌতুকের হাত থেকে রক্ষা করে স্বামী ও সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার সুযোগ করে করে দিবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,এমনটাই প্রত্যাশা নিপুলের পরিবার সহ এলাকাবাসির।