সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে জেলেদের মুখে সচ্ছলতার হাসি, ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালী ইলিশ
চরফ্যাসনে জেলেদের মুখে সচ্ছলতার হাসি, ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালী ইলিশ
লালমোহন বিডিনিউজ ,কামরুজ্জমান শাহীন,চরফ্যাসন :চরফ্যাসনে জেলেদের জালে ধরা পড়তে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। গত কয়েক দিন ধরে চরফ্যাসনের মৎস্য ঘাটসহ বেশির ভাগ ঘাটেই এই চিত্র দেখা গেছে। সেখানকার পাইকার, আড়ৎদার এবং বিশেষ করে জেলেদের মুখে দেখা যাচ্ছে সচ্ছলতার হাসি। ইলিশের দেখা না পাওয়ায় দীর্ঘদিন অলস সময় কাটানোর পর ফের জমজমাট হয়ে উঠছে এসব ঘাটগুলো। দেরিতে হলেও জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। এতে জমে উঠেছে মৎস্য ঘাটসহ আড়ৎগুলো। জেলেদের আহরণকৃত এসব মাছ চলে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহর।
একাধিক জেলেরা জানান, গত কয়েকমাস ধরে ইলিশের দেখা মেলেনি। এতে ঋণের দায় নিয়ে দুঃচিন্তায় ছিলাম। বিশেষ করে মেঘনায় ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। বৃষ্টি হওয়াতে হঠাৎ করেই মাছের আনাগোনা দেখা দিয়েছে। এখন জাল ফেললেই মিলছে মাঝারি ও বড় সাইজের রুপালী ইলিশ।
পাইকাররা জানান, চফ্যাসনের বাজারের চেয়ে ঢাকার যাত্রাবাড়ী, কাওরান বাজার, নিউ মার্কেট, গুলিস্থান, নারায়ণগঞ্জ ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন পাইকারী বাজারে ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। মৎস্য আড়ৎতের পাইকাররা জানান, মাছের সাইজ অনুযায়ী হালি প্রতি ইলিশ চার হাজার থেকে দশ হাজার টাকায় বিক্রি হয়। এতে বেশি মুনাফা পাচ্ছে ব্যবসায়ীরা। আড়ৎদার আরো জানান, এখন জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়তে । জেলেরা নৌকা ও জালসহ মাছ ধরার উপকরণ নিয়ে নেমে পড়েছে নদীতে। কয়েকজন মৎস্য ব্যবসায়ী জানালেন চরফ্যাসন উপজেলা থেকে প্রতিদিন শত শত ঝুড়ি মাছ ঢাকা,চাঁদপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন শহরে চলে যাচ্ছে। যার মূল্য প্রায় ৫০লক্ষ টাকা। ইলিশের উৎপাদন বেড়ে গেলে আগামীতে আরও বেশি টাকার ইলিশ রপ্তানি করা যাবে বলে আশা প্রকাশ করেন চরফ্যাসনের মৎস্য ব্যবসায়ীরা।
এ ব্যাপারে চরফ্যাসন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি এবং গভীরতা বৃদ্ধি পেয়েছে। যার কারণে সাগর থেকে ইলিশ নদীতে চলে আসতে। এ কারণে জেলেদের জালে প্রচুর রূপালি ইলিশ ধরা পড়েছে।