সোমবার, ২৯ আগস্ট ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে আলোচিত সেই প্রধান শিক্ষক জেল হাজতে
লালমোহনে আলোচিত সেই প্রধান শিক্ষক জেল হাজতে
লালমোহন বিডিনিউজ ,লালমোহন প্রতিনিধি :লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের আলোচিত ও বহু নারী সংক্রান্ত্র ঘটনার নায়ক প্রধান শিক্ষককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন মামলায় ওয়ারেন্ট থাকায় উপজেলার মধ্য চরটিটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক ২৯ আগষ্ট সোমবার ভোলা জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায় বিজ্ঞ হাকিম।।
জানা গেছে, উপজেলার লেজ ছকিনা গ্রামের মৃতঃ সুলতান মাতাব্বরের ছেলে প্রধান শিক্ষক মোঃ ফারুকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আদালত থেকে ৪ আগষ্ট গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। একই বাড়ির আব্দুল মান্নানের ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ গত ২০ এপ্রিল লালমোহন থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি। পরে আদালতে মামলা দায়েরের আবেদন করলে লালমোহন থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেয়া হয় আদালত থেকে। আদালতের নির্দেশ পেয়ে লালমোহন থানায় মামলা রুজু হয়। মামলায় ওয়ারেন্ট জারি হলে সোমবার প্রধান শিক্ষক মোঃ ফারুক জেলা বিজ্ঞ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন না মঞ্জুর করে ফারুককে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে এ মামলায় দুই নম্বর বিবাদী আবুল কালামের জামিন মঞ্জুর করেন আদালত। জানাযায়, প্রধান শিক্ষক ফারুকের বিরুদ্বে ঢাকার যাত্রাবাড়ী থানায় সালমা বেগম বাদী হয়ে আরো একটি নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে। মামলা নং ৩৮/১৫। এ ছাড়াও ঢাকা মিরপুর মডেল থানায় শাহানাজ আক্তার নামে এক মহিলা ফারুকের বিরুদ্বে দেড় লক্ষ টাকা চাকুরী দেওয়ার নাম করে নিয়ে চাকুরী না দেওয়া ও টাকা ফেরত চাওয়ায় ভয় ভীতি প্রদর্শন সহ হুমকি দেওয়ায় ফারুকের বিরুদ্বে সাধারন ডায়রী করে। সাধারন ডায়রী নং ৬১৮ তারিখ ১০/০২ ১৬। গত ৯ আগষ্ট তার বিদ্যালযের সকল সহকারী শিক্ষক/ শিক্ষিকার একত্রে ভোলা জেলা শিক্ষা অফিসারের কাছে সহ কর্মীদের শ্লীলতা হানী সহ ৮ দফা অভিযোগ দায়ের করেন। এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোঃ হোসেন বলেন, প্রধান শিক্ষক ফারুক জেল হাজতে থাকার সংবাদ পেয়েছি। তার বিরুদ্বে এখন পর্যন্ত কোন ব্যাবস্থা নেওয়া হয়নি, তবে আগামী কাল উপজেলা নির্বাহী অফিসার সহ আমি নিজে সেই বিদ্যালয়ে ঘটনা তদন্তে যাব ।