শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে চার বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
লালমোহনে চার বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
লালমোহন বিডিনিউজ :মিজানুর রহমান লিপু : লালমোহনে চার রছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।গত ২৬ আগষ্ট শুক্রবার রাত পৌনে আট টার সময় কালমা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ফজলে আলীর ছেলে শাহাজাহান(৪০) কে লালমোহন থানার এ এস আই মিঠুন , কনেস্টবল জসিম(৩১৫), রুস্তুম আলী ( ৩৫৪) সহ সঈীয় ফোর্স বালুরচর বাজার থেকে আটক করে। তার বিরুদ্বে চরফ্যাশন থানার ১১৩/৯নং মামলায় ২/১২১৫ রায়ে হাকিম ১৯২৭ সনের বন আইনের ২৬(১ক)(খ) (ঘ), (ছ), চার বছরের সাজা দেন।